পাওয়ার, শিন্ডের পর ক্ষুব্ধ আরেক শরিক! ছাড়বে জোট? তোলপাড় NDA-তে

বাংলা হান্ট ডেস্ক: সমস্ত টালবাহানার অবসান ঘটিয়ে তৃতীয়বারের জন্য দেশের (India) প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। মূলত, বিজেপি এবং তার সহযোগীরা কেন্দ্রে NDA সরকার গঠন করেছে। পাশাপাশি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মন্ত্রীদের শপথ গ্রহণও। কিন্তু মোদী সরকার ৩.০ গঠনের ২ দিনের মধ্যেই NDA-র শরিকদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। মোদী মন্ত্রিসভা ৩.০-তে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হওয়ার কারণে এখন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের রীতিমতো রাজনীতি উত্তপ্ত। উল্লেখ্য যে, শিবসেনা (শিন্দে গোষ্ঠী) ও NCP (অজিত পাওয়ার) ইতিমধ্যেই মন্ত্রী পদ বণ্টনের পরে তাদের অসন্তোষ প্রকাশ করছে। এখন ঝাড়খণ্ডে NDA-এর মিত্র AJSU-ও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছে।

মহারাষ্ট্রে মন্ত্রিসভার লড়াই প্রকাশ্যে আসছে। মূলত, শিবসেনা (শিন্দেগোষ্ঠী) এবং NCP (অজিত গোষ্ঠী) ক্যাবিনেট মন্ত্রীর দাবি করছে। বর্তমানে, শিবসেনাকে মোদী মন্ত্রিসভায় একজন প্রতিমন্ত্রীর স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। যেটির পরিপ্রেক্ষিতে তারা সন্তুষ্ট নয়। উল্লেখ্য যে, শিবসেনার ৭ জন সাংসদ রয়েছে। আর এর ওপর ভর করেই তারা মন্ত্রিসভা দাবি করছে। শ্রীরং বারেন খোলাখুলি জানিয়েছেন যে, NDA-র যে দলগুলি মাত্র ৪ থেকে ৫ টি আসন জিতেছে তাদের থেকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। কিন্তু ৭ জন সাংসদ থাকলেও মন্ত্রিসভায় তাঁরা জায়গা পাননি।

   

There is another uproar in the NDA government.

এদিকে, একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। শ্রীকান্ত বলেছেন যে, তারা মোদী সরকারকে নিঃশর্ত সমর্থন করেছেন। দেশের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব দরকার। কোনো দর কষাকষি বা আলোচনার প্রশ্নই আসে না। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, “আমাদের সমস্ত সাংসদ এবং নেতারা ভবিষ্যতেও নিঃশর্তভাবে NDA-এর সাথে কাজ করে যাবেন।”

আরও পড়ুন: গুণে গুণে দিতে হবে ৭৫ হাজার টাকা! নির্বাচনের পরেই রোড ট্যাক্স আদায়ের নয়া নিয়ম বঙ্গে

অজিত পাওয়ারের রাগ: জানিয়ে রাখি, অজিত পাওয়ারের নেতৃত্বাধীন NCP-ও ক্ষুব্ধ বলে জানা গেছে। এবার প্রফুল্ল প্যাটেলকে কেন্দ্রে মন্ত্রী করার কথা থাকলেও NCP স্বতন্ত্র দায়িত্ব নিয়ে প্রতিমন্ত্রীর পদ পায়। যা তিনি প্রত্যাখ্যান করেন। NCP ক্যাবিনেটের নিচে কিছুই চাইছেনা। প্রফুল্ল এর আগেও ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, NCP ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু বিজয় অর্জিত হয়েছে মাত্র ১ টি আসনে। এমতাবস্থায়, পদের অফার পাওয়ার পর প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন, তিনি আগে যখন মন্ত্রিসভায় ছিলেন, এখন কেন তাঁর “ডিমোশন” হবে? এদিকে, জিতন রাম মাঞ্জিও NCP-র অসন্তোষের কারণ। যাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: প্রতি ৯ বছরে দাম বেড়েছে ৩ গুণ! এবার শীঘ্রই ২ লক্ষ ছাড়িয়ে যাবে সোনার দাম

এর পাশাপাশি, AJSU সাংসদ চন্দ্রপ্রকাশ চৌধুরী, যিনি টানা দ্বিতীয়বার ঝাড়খণ্ডের গিরিডিহ লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন, তিনিও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ। মন্ত্রিত্ব না পাওয়ার বিষয়টিকে তিনি “দুর্ভাগ্যজনক” হিসেবে অভিহিত করেছেন। চৌধুরীর মতে, সমস্ত দলকে যথাযথ সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এদিকে, AJSU প্রধান সুদেশ মাহাতো এখনও এই বিষয়টির পরিপ্রেক্ষিতে কোনো বিবৃতি দেননি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর