বাংলাহান্ট ডেস্ক : ভারতীয়রা (Indian) আজ ছড়িয়ে পড়েছেন গোটা বিশ্বে। নিজেদের মেধা ও প্রকৌশল শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ পদে আসিন ভারতীয়রা। এমনকি ভারতীয় বংশোদ্ভূতরাও সুনামের সাথে কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশে। তবে জানেন আমাদের পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে কোনও ভারতীয় (Indian) নেই?
ভারতীয় (Indian) নেই দেশটিতে
আমরা যে দেশের কথা বলছি সেই দেশের নাম সারা পৃথিবী জুড়ে চর্চিত। তবে অবাক করা বিষয় হল এই দেশে একজন ভারতীয়ও বসবাস করেন না। ভ্যাটিকান সিটি রোমান ক্যাথলিকদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা। এমনকি রোমের প্রাণকেন্দ্রে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম স্বাধীন দেশ।
প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে যান ভ্যাটিকান সিটির বিখ্যাত ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক কেন্দ্র, সেন্ট পিটারস ব্যাসিলিকা এবং ভ্যাটিকান মিউজিয়াম চাক্ষুষ করার জন্য। অনেক ভারতীয় ভ্যাটিকান সিটিতে পর্যটক হিসেবে যান প্রতি বছর। তবে এই দেশে একজনও ভারতীয় বসবাসকারী নেই।
আরোও পড়ুন : সুকন্যা সমৃদ্ধি যোজনা নাকি SIP? কোথায় বিনিয়োগ করলে বেশি সুরক্ষিত হবে আপনার কন্যার ভবিষ্যৎ?
জনসংখ্যার দিক থেকে ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ। এই দেশের জনসংখ্যা মাত্র ১০০০ এর কাছাকাছি। এছাড়াও বিশ্বের অন্যতম প্রাচীন প্রজাতান্ত্রিক দেশ সান মারিনোইতালির অ্যাপেনাইন পর্বতমালায় অবস্থিত সান মারিনো। ছবির মতো সুন্দর এই দেশে ভারতীয়র সংখ্যা হাতে গোনা। বালুকাময় সমুদ্র সৈকত, কৃষ্ণ সাগর এবং বলকান অঞ্চলের জন্য গোটা পৃথিবীতে পরিচিত বুলগেরিয়া।
তবে জানলে অবাক হবেন বুলগেরিয়ায় অভিবাসন পাওয়া ভারতীয়র সংখ্যা গোটা ইউরোপে সব থেকে কম। স্বৈরশাসনের জন্য গোটা পৃথিবীতে আলোচিত হয় উত্তর কোরিয়ার নাম। শুধু ভারতীয় নয়, অন্য দেশের নাগরিকদেরও উত্তর কোরিয়ায় খুব একটা দেখা যায় না। অত্যন্ত কঠোর অভিবাসন নীতি হওয়ায় উত্তর কোরিয়ায় ভারতীয় নেই বললেই চলে।