বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে (West benagl) করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউন জারী থাকলেও, তাঁর মধ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। রাজ্যেও মুখ্যসচিব রাজীব সিনহা মঙ্গলবার বিকালে জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৯। এবং মৃতের সংখ্যা ১৫। মোট আক্রান্তের সংখ্যা ২৭৪। তবে রাজ্যের ৯ টি জেলায় নতুন করে কোন করোনা আক্রান্তের সংখ্যা পাওয়া যায়নি। তবে নতুন করে করোনা সংক্রমণ হয়নি বলে, খুশি হওয়ার কারণ নেই। সকলকে ঘরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং লকডাউন মেনে চলতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া বেরবেন না- জানালেন মুখ্যসচিব।
করোনা সংক্রমণ রোধে কঠিন করা হয়েছে পাহারা। করোনা ভাইরাসের কারণে রাজ্যের বিভিন্ন অঞ্চলকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাঁর মধ্যে বেশ কয়েকটি জাইয়াগা রয়েছে রেড জোনে। সেইসব রেড জোনে থাকা অঞ্চলগুলোকে দ্রুতই অরেঞ্জ জোনে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। টহল চলছে চারিদিকে।
কিন্তু তারই মধ্যে বেশ কিছু মানুষজন মানছেন না লকডাউনের নিয়ম বিধি। তাঁদের জন্য সর্বত্রই টহল দিচ্ছে পুলিশ বাহিনী। তবে রাজ্যে করোনা সংক্রমণের মধ্যেও খুশির বিষয় হল, এখনও অবধি রাজ্যের ৯ টি জেলায় নতুন করে করোনা সংক্রমণের কোন খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকালে নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব জানিয়েছিলেন, ‘গত ৭২ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও ৩ জন। মৃতের সংখ্যা ১২ থেকে বেড়ে হল ১৫। গত ২৪ ঘণ্টায় কোন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়া পায়নি। উপরন্তু নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭৪ জন। কোয়ারেন্টিনে সেন্টারে রাখা হয়েছে ৫ হাজার ১৬ জনকে এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩ হাজার ৩০৫ জন। এখনও অবধি মোট ৬১৮২ টি স্যাম্পেল টেস্ট হয়েছে।
তিনি আরও জানিয়েছিলেন, ‘বর্তমানে রাজ্যে করোনা পরীক্ষা করার জন্য আরও নতুক করে ২টি ল্যাব খোলা হয়েছে,আরজিকর ও সিএমসিআই রাজারহাটে। ICMR-এর গাইডলাইন মেনে এই টেস্ট করা হচ্ছে। মোট ২২০টি ব়্যাপিড টেস্ট করা হয়েছে। তবে আরও টেস্ট করা হবে। মালদা জেলায় করা ৭৪টির টেস্টের মধ্যে, সবই নেগেটিভ এসেছে। করোনা মোকাবিলার কাজ মালদা জেলাও পিছিয়ে নেই।