নারিনের বোলিং অ্যাকশনে কোন সমস্যা নেই, ছাড়পত্র দিল IPL কমিটি

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সুপার ওভারে নাটকীয় জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরের চলে এসেছে আরও একটি খুশির খবর। কেকেআর স্পিনার সুনীল নারিনকে পুরোপুরি ছাড়পত্র দিয়ে দিয়েছে আইপিএল কমিটি। আইপিএলের বিশেষ কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সুনিল নারিনের বোলিংয়ে কোন ভুল ত্রুটি নেই অর্থাৎ ফের আইপিএলে পুরোদমে বোলিং করতে পারবেন সুনীল নারিন।

PTI26 09

আইপিএলের ‘সাসপেক্ট বোলিং একশন’ কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে খেলা ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিনের বোলিং অ্যাকশনের কোন সমস্যা নেই। এর ফলে আইপিএলে নারিনের বল করতে আর কোন সমস্যা রইলো না। এমনকি নারিনের নাম ‘ওয়ার্নিং লিস্ট’ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

2131729723609e1a0440a7300375a768713e99140fbf3d0c9a73b5dd7a2bc51e86c924dec

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর নারিনের বোলিং অ্যাকশনের নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই ফিল্ড আম্পায়ার। তাঁরা রিপোর্ট জমা দিয়েছিলেন আইপিএল ওয়ার্কিং কমিটির কাছে। তারপরই কলকাতা নাইট রাইডার্স আইপিএল ‘সাসপেক্ট বোলিং একশন’ কমিটির কাছে নারিনের বোলিং অ্যাকশনের যাচাই করার জন্য আবেদন করেছিল। সেই কমিটি নারিনের বোলিং অ্যাকশনের সমস্ত দিক খতিয়ে দেখার পর জানিয়ে দিয়েছে, নারিনের বোলিং অ্যাকশনে কোন প্রকার সমস্যা নেই। নারিন আগের মতোই আইপিএলে বোলিং করে যেতে পারবেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর