কোনও NRC হবে না মহারাষ্ট্রে: উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী!

বাংলা হান্ট ডেস্কঃ  কেরল, পাঞ্জাব, রাজস্থান, বাংলাতে ইতিমধ্যেই বিধানসভায় পাস হয়েছে সিএএ বিরোধি প্রস্তাব। এদিকে অসমে এনআরসি হওয়ার পর যে পরিণতি দেখছে অন্যান্য রাজ্য তাতে একে একে এনআরসি নিয়েও বাংলার পাশাপাশি এবার সরব হল মহারাষ্ট্রের শিবসেনা সরকার ।

21BMUDDHAVTHACKERAY

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে রীতিমতো হুঙ্কার দিয়েছে, মহারাষ্ট্রে কোনও এনআরসি হবে না । এর আগে তিনি সিএএ এবং এনপিআর নিয়ে সরব হয়েছিলেন । এবার এনআরসি না করার কথাও ঘোষণা করে দিলেন । এখন মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্প খোার কথা পুরোটাই গুজব বলে জানানো হয়েছে সরকারের তরফে ।

উল্লেখ্য প্রথমে সিএএ নিয়ে মোদি সরকারের পক্ষেই ছিল শিবসেনা দল । শিবসেনার তরফে জানানো হয়েছিল, সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নেবে না । এখন এনআরসি নিয়ে নেতিবাচক কথা স্বভাবতই নতুন জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে ।

 

দেশের মধ্যে সর্বপ্রথম কেরলের বিধানসভায় সিএএ প্রত্যাহারের প্রস্তাব পাস হয়, তারপর এক এক করে চারটি রাজ্যে এই প্রস্তাব বিধানসভায় পাস হয়েছে । কেরল সরকার এমনতি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল সিএএ আইনের বিরোধিতায় । এর মধ্যে আরও একটি রাজ্য তেলেঙ্গানাতেও এই প্রস্তাব পাস হওয়ার কতা চলেছে বলে সূত্রের খবর ।

সিএএ –এনপিআর এর বিরোধিতার পর এবার এনআরসি নিয়ে  নেতিবাচক হওয়ায় শিবসেনা-বিজেপি অন্তর্দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠল ।  এখন নতুন করে জল্পনা শুরু হয়েছে শিবসেনা রাজ্যে তবে কী ডিটেনশন ক্যাম্প তৈরির হওয়ার বিষয়টি পুরোটাই গুজব উঠেছিল, উঠছে প্রশ্ন । দেশের একের পর এক রাজ্য ক্রমশ বিজোপি সিএএ, এনআরসি, এনপিআর-এর বিরুদ্ধে সরব হতে শুরু করেছে ।


সম্পর্কিত খবর