বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫ শুরু হতে চলেছে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ টি দেশ ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করেছে। এদিকে, টিম ইন্ডিয়া (Team India) এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপ খেলবে। এই টুর্নামেন্টটি T20 ফরম্যাটে সম্পন্ন হতে চলেছে। কিন্তু এশিয়া কাপের আগে, টিম ইন্ডিয়ায় ৩ জন খেলোয়াড়কে নিয়েই বাড়ছে চিন্তা। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
এশিয়া কাপে টিম ইন্ডিয়ার (Team India) চিন্তা:
সূর্যকুমার যাদবের ব্যাটিং: জানিয়ে রাখি যে, সূর্যকুমার যাদব অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল। সূর্যকুমারের অধিনায়কত্বে, টিম ইন্ডিয়া (Team India) ২২ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। যার মধ্যে টিম ইন্ডিয়া ১৭ টিতে জিতেছে এবং ৪ টিতে পরাজিত হয়েছে ও ১ টি ম্যাচ ড্র হয়েছে। কিন্তু, সামগ্রিকভাবে দেখতে গেলে সূর্যকুমার যাদব এই ম্যাচগুলিতে খুব বেশি রান করতে পারেননি। সূর্যকুমার যাদব ২২ টি ম্যাচে ২৬.৫৭ এভারেজে করেছেন। ৫৫৮ রান করেছেন। যার মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ৪ টি হাফ-সেঞ্চুরি রয়েছে।
তবে, সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার আগে, T20 আন্তর্জাতিকে তাঁর পরিসংখ্যান দুর্দান্ত ছিল। সূর্যকুমার যাদব ৬১ টি ম্যাচে ৪৩.৪০ এভারেজে ২,০৪০ রান করেছিলেন। অধিনায়ক হওয়ার আগে সূর্য ৩ টি সেঞ্চুরি এবং ১৭ টি হাফ-সেঞ্চুরি করেন। অর্থাৎ, T20-তে সূর্যকুমার যাদবের এভারেজ ৪৩.৪০ থেকে কমে ২৬.৫৭ হয়েছে। এমতাবস্থায়, টিম ইন্ডিয়াকে (Team India) এশিয়া কাপ জিততে হলে সূর্যকে ভালো অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করতে হবে।
সঞ্জু স্যামসনের খেলা নিশ্চিত নয়: উল্লেখ্য যে, কেরালা ক্রিকেট লিগে সঞ্জু স্যামসনকে দুর্দান্ত ফর্মে দেখা গেছে। সঞ্জু T20-তে ভারতের হয়ে ওপেনিং করছিলেন, কিন্তু, এখন শুভমান গিল এশিয়া কাপের T20 দলে জায়গা পেয়েছেন এবং গিলও প্লেয়িং ইলেভেনের অংশ হতে পারেন। এমন পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের দলে জায়গা পাওয়া কঠিন। তবে মিডল অর্ডারের কথা মাথায় রেখে স্যামসনকে দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
আরও পড়ুন: ট্রাম্পের “ঔদ্ধত্যের” যোগ্য জবাব! ডলারকে ঝটকা দিতে “মেগা প্ল্যান” ভারত-চিনের
রিঙ্কু সিং-এর T20 পরিসংখ্যান: টিম ইন্ডিয়ার অন্যতম তারকা খেলোয়াড় রিঙ্কু সিং এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৩৩ টি T20 ম্যাচ খেলেছেন। যার মধ্যে রিঙ্কু মাত্র ২৪ বার ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং ব্যাট করার সময় তিনি ১১ বার অপরাজিত ছিলেন। রিঙ্কু এখনও আন্তর্জাতিকT20 ক্রিকেটে ৪২ গড়ে ৫৪৬ রান করেছেন। কিন্তু ভারতের শেষ ২ টি সিরিজে রিঙ্কু সিং তেমন নজর কাড়তে পারেননি।
আরও পড়ুন: আর্থিক দুর্নীতি সহ ব্লেকমেইলিংয়ের অভিযোগ! Zee Media-র চ্যানেল হেডের বিরুদ্ধে FIR, শুরু তদন্ত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের T20 সিরিজে, রিঙ্কু ২ টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু, রিঙ্কু ওই ২ টি ম্যাচে মাত্র ১৭ রান করেন। এর পর, ইংল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে (Team India) রিঙ্কু ২ টি ম্যাচে ৩৯ রান করেছিলেন। রিঙ্কুর ব্যাট এখন উত্তরপ্রদেশ T20 লিগে রান তুলছে। এমতাবস্থায়, এখন এশিয়া কাপে এই খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকেই চোখ থাকবে ক্রিকেট অনুরাগীদের।