বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই IPL ২০২৫-এর মেগা নিলাম সম্পন্ন হয়েছে। যেখানে নতুনভাবে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এমতাবস্থায়, IPL-এর গত মরশুমের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) তাদের দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অধিনায়ক শ্রেয়স আইয়ার দল থেকে চলে যাওয়ার পর এবার নতুন অধিনায়কের খোঁজ করছে KKR। আর তারপর থেকেই এই ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কে হবেন KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক?
বর্তমানে KKR (Kolkata Knight Riders)-এর শিবিরে এমন চারজন শক্তিশালী খেলোয়াড় রয়েছেন যাঁরা আগামী মরশুমে এই ভূমিকা পালন করতে পারেন। তবে এটাও আশা করা হচ্ছে যে, শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি ৩৬ বছর বয়সী খেলোয়াড়ের হাতে এই দায়িত্ব তুলে দিতে পারেন।
এই ৪ জন খেলোয়াড় KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়ক হওয়ার দাবিদার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, IPL ২০২৫-এর মেগা নিলামের আগে, কলকাতা নাইট রাইডার্স ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছিল। যাঁদের মধ্যে ছিলেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রমনদীপ সিং এবং হর্ষিত রানা। এই ৬ জন খেলোয়াড়কে ধরে রাখতে ফ্র্যাঞ্চাইজিটি ৫৭ কোটি টাকা খরচ করেছে। এরপর নিলামে কলকাতার খরচ হয়েছে ৬২.৯৫ টাকা। যেখানে তারা ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে ২৩.৭৫ কোটি টাকা খরচ করে। এছাড়াও ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানেকে দলে অন্তর্ভুক্ত করেছে নাইট রাইডার্স। তাঁকে কেনার জন্য খরচ করা হয়েছে ১.৫ কোটি টাকা। দলে এই দুই খেলোয়াড়ের আগমনে ফ্র্যাঞ্চাইজির জন্য অধিনায়ক নির্বাচন করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
আরও পড়ুন: ধারাভাষ্য চলাকালীন বুমরাহকে “বানর” বলার জের! বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ইশা
KKR-এর অধিনায়ক হতে পারেন এই খেলোয়াড়ও: এদিকে, ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে ছাড়াও, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকেও অধিনায়কত্বের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই দুই খেলোয়াড় গত মরশুমে তাঁদের শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন। এছাড়া সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের T20 ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে। এর পাশাপাশি তাঁরা দীর্ঘদিন ধরে KKR (Kolkata Knight Riders)-এর সাথে যুক্ত রয়েছেন। তবে বর্তমানে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন অজিঙ্কা রাহানে। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রাহানে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তিনি তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে মুম্বাইকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: খেল খতম! এবার একসাথে বিরাট ধাক্কা পেলেন আম্বানি-আদানি, বছর শেষে সামনে এল খারাপ খবর
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪-২৫ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক অজিঙ্কা রাহানে। ৯ ম্যাচের ৮ ইনিংসে ৫৮.৬২ গড়ে ৪৬৯ রান করেছেন তিনি। এই সময়ে ব্যাট হাতে ৫ টি সেঞ্চুরি করেন রাহানে। বরোদার সাথে খেলা সেমিফাইনাল ম্যাচে, তিনি ৯৮ রানের ইনিংস খেলেন এবং মুম্বাইকে ফাইনালে পৌঁছে দেন। এমতাবস্থায়, তাঁর দুর্ধর্ষ ফর্ম পরিলক্ষিত করে এটা আশা করা যায় যে KKR (Kolkata Knight Riders) ম্যানেজমেন্ট হয়তো তাঁকেই দলের অধিনায়ক করতে পারে। আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটেও রাহানের অধিনায়কত্বের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এমতাবস্থায়, শেষ পর্যন্ত KKR ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।