৫ অভিনেত্রী যারা বোল্ড দৃশ‍্য করেই কাঁপিয়ে দিয়েছে ওয়েব সিরিজ, ভেঙে দিয়েছে সমস্ত সীমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি ইন্ডাস্ট্রি সাবালক আগেই হয়েছিল ঠিকই, কিন্তু তাকে আরো সাহসী করে তুলেছেন ডিজিটাল মিডিয়া। যবে থেকে OTT প্ল‍্যাটফর্মের (Web Series) রমরমা শুরু হয়েছে বিনোদন দুনিয়ার খোলনলচেই পালটে গিয়েছে। বড়পর্দার থেকে এখন ডিজিটাল পর্দার দর্শক বেশি। বিষয়বস্তুও বেশি।

মূলত করোনা কালের পর থেকেই বড়সড় পরিবর্তন এসেছে সিনে ইন্ডাস্ট্রিতে। সেলুলয়েডের পর্দা ছেড়ে মানুষ বেশি ঝুঁকেছে ওয়েব সিরিজের দিকে। ফুলেফেঁপে উঠেছে OTT প্ল‍্যাটফর্মগুলি। বলিউডের প্রথম সারির অভিনেতারাও এখন ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন। ওয়েব প্ল‍্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবি। আর ওয়েব সিরিজের কথা উঠলে সেখানে সাহসী দৃশ‍্যের প্রসঙ্গ উঠবেই।


প্রায় প্রতিটি সিরিজেই খুল্লমখুল্লা নগ্নতা, যৌনতার মতো বিষয় রয়েছে। সেন্সরের বালাই না থাকায় লাভের মুখ দেখছে নির্মাতারাও। ইন্ডাস্ট্রিতে এমনো কিছু অভিনেত্রী রয়েছেন যারা তেমন অভিনয় না করেও শুধু বোল্ড দৃশ‍্যে (Bold Scenes) অভিনয় করেই রাতারাতি বিখ‍্যাত হয়ে গিয়েছেন। আজ রইল এমনি পাঁচ অভিনেত্রীর তালিকা-

কবিতা রাধেশ‍্যাম– অ্যাডাল্ট কমিকসের চরিত্র ‘কবিতা ভাভি’র উপরে তৈরি একই নামের ওয়েব সিরিজে মুখ‍্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বলা বাহুল‍্য সাহসী দৃশ‍্যে ঠাসা ছিল সিরিজটি। জনপ্রিয়তাও পেয়েছিল কবিতা রাধেশ‍্যাম।

ফ্লোরা সাইনি– মূলত হইচই এর বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো ৩’ এ ফুলওয়া বৌদির চরিত্রে ঘুম উড়িয়েছিলেন অভিনেত্রী। তবে হিন্দি সিরিজ ‘গন্দি বাত’ এও তাঁর পারফর্ম‍্যান্স ঘাম ছুটিয়ে দিয়েছিল দর্শকদের।


সায়নী গুপ্তা– সুন্দরী সায়নী অভিনয় দক্ষতার জন‍্যও যথেষ্ট জনপ্রিয়। সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ’এ সায়নীকে দেখে বুকের ধুপপুকুনি বেড়ে গিয়েছিল বহু পুরুষ দর্শকদের।

নয়না গঙ্গোপাধ‍্যায়– সাহসী চরিত্র নিয়ে আলোচনা হবে আর নয়নার কথা উঠবে না তা তো হতে পারে না। হইচই এর ‘চরিত্রহীন’ সিরিজে চমকে দিয়েছিলেন নয়না। সম্প্রতি রাম গোপাল বর্মার একটি ছবিতে সমকামী চরিত্রেও অভিনয় করেছেন তিনি।


অন্বেষী জৈন– নেটদুনিয়ায় বেশ পরিচিত নাম অন্বেষী। তাঁর ইনস্টা হ‍্যান্ডেলে একবার ঢুঁ মারলে চোখ কপালে উঠতে বাধ‍্য। ‘গন্দি বাত’এ ফ্লোরার সঙ্গে তিনিও পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন।

X