মাহিন্দ্রা থেকে শুরু করে টাটা! এবার বাজার কাঁপাচ্ছে এই ৫ টি বৈদ্যুতিক গাড়ি, দাম জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় দেশজুড়ে ক্রমশ বাড়ছে বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) চাহিদা। মূলত, জ্বালানির খরচ কমিয়ে আনতে এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণকে হ্রাস করতে এই গাড়িগুলির প্রতি আকৃষ্ট হচ্ছেন অধিকাংশজন। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার ওপর ভর করে এবং যুগের সাথে তাল মিলিয়ে একের পর এক দুর্ধর্ষ বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসছে প্রস্তুতকারী সংস্থাগুলি।

তবে, বৈদ্যুতিক গাড়িগুলির দাম কিছুটা বেশি হলেও বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন 5 টি EV-র প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলির দাম 15 লক্ষ টাকার কম। পাশাপাশি, ইতিমধ্যেই এই বৈদ্যুতিক গাড়িগুলি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বাজারে। চলুন, দেখে নিই সেরা পাঁচটি বৈদ্যুতিক গাড়ির তালিকা।

Tata Tiago EV: এই তালিকায় প্রথমেই রয়েছে Tata Motors-এর Tata Tiago EV। এই বৈদ্যুতিক গাড়িটি 8.69 লক্ষ টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাচ্ছে। এই গাড়ির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এটি একবার চার্জেই প্রায় 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

Mahindra E-Verito: Mahindra Motors-এর বৈদ্যুতিক গাড়ি Mahindra E-Verito 9.13 লক্ষ টাকার প্রারম্ভিক মূল্যে পাওয়া যাচ্ছে। এই গাড়িটি একবার চার্জে ১৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

Citroen E-C3: Citroen-এর হ্যাচব্যাক ইলেকট্রিক কার Citroen E-C3-র প্রারম্ভিক মূল্য হল 11.50 লক্ষ টাকা। এই গাড়িটির বিশেষত্ব হল এটি একবার চার্জে 320 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে।

Tata Nexon EV Prime: Tata-র Nexon EV Prime-এর প্রারম্ভিক মূল্য হল 14.39 লক্ষ টাকা। এই গাড়িটির একবার চার্জে 320 পর্যন্ত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।

These 5 electric cars are doing great in the market

Tata Tigor EV: Tata Motors-এর Tigor EV-র প্রারম্ভিক মূল্য হল 12.49 লক্ষ টাকা। এই গাড়িটি একবার চার্জে 315 কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর