শুরু এশিয়া কাপের প্রস্তুতি! অথচ, টিম ইন্ডিয়ার এই ৫ খেলোয়াড় যাচ্ছেন না দুবাই, কারণ জানাল BCCI

Published on:

Published on:

These 5 players of India National Cricket Team are not going to Dubai.

বাংলা হান্ট ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এই বহু প্রতীক্ষিত টুর্নামেন্টে ভারত (India National Cricket Team) সহ মোট ৮ টি দল এবার অংশগ্রহণ করছে। এদিকে, টুর্নামেন্টের গ্রুপ এ-তে টিম ইন্ডিয়া সহ পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান রয়েছে।

টিম ইন্ডিয়ার (India National Cricket Team) এই ৫ খেলোয়াড় যাবেন না দুবাই:

ইতিমধ্যেই BCCI ২০২৫ সালের এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে। যেখানে সূর্যকুমার যাদবকে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এশিয়া কাপের জন্য দুবাই যাওয়ার আগে, BCCI একটি আশ্চর্যজনক সিদ্ধান্ত নিয়েছে।

These 5 players of India National Cricket Team are not going to Dubai.

রিজার্ভ খেলোয়াড়দের দুবাই পাঠানো হবে না: ভারতীয় দলের (India National Cricket Team) প্রধান নির্বাচক অজিত আগরকর যখন টিম ইন্ডিয়ার দল ঘোষণা করেন, তখন তিনি ৪ জন রিজার্ভ খেলোয়াড়ের নামও ঘোষণা করেন। যাঁদের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল। টুর্নামেন্ট চলাকালীন কোনও খেলোয়াড় চোটের সম্মুখীন হলে সেক্ষেত্রে এই খেলোয়াড়দের মূল দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

আরও পড়ুন: উৎসবের মাসে আগেভাগেই সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখুন তালিকা

তবে, BCCI এখন মূল দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড়দের দুবাই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে BCCI-এর একজন উচ্চ আধিকারিক তাঁর বিবৃতিতে সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন যে, স্ট্যান্ডবাই খেলোয়াড়রা মূল দলের সঙ্গে দুবাই যাবেন না। এমতাবস্থায়, এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের কম সংখ্যক সদস্য নিয়ে সফরের পছন্দের বিষয়টিকেই প্রতিফলিত করে। রিপ্লেসমেন্টের প্রয়োজন হলে স্ট্যান্ডবাই খেলোয়াড়দের দুবাই পাঠানো হবে।

আরও পড়ুন: ভারত নয়, পাকিস্তানে ভয়াবহ বন্যার জন্য নিজের দেশের সরকারকেই দায়ী করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ভারতীয় দলের খেলোয়াড়রা আগামী ৪ সেপ্টেম্বর দুবাই পৌঁছবেন: জানিয়ে রাখি যে, BCCI কর্তৃক এশিয়া কাপে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে দুবাই পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, টিম ইন্ডিয়ার প্রথম নেট সেশন আগামী ৫ সেপ্টেম্বর ICC অ্যাকাডেমিতে সম্পন্ন হবে। ভারতীয় দল (India National Cricket Team) এই টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলবে। এদিকে, আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের স্টেডিয়ামে “হাইভোল্টেজ” ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।