Reliance Jio-র গ্রাহকদের খুলল কপাল! নতুন বছরে বাজিমাত করবে এই ৫ টি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান

বাংলা হান্ট ডেস্ক: দেশের টেলিকম কোম্পানিগুলির মধ্যে অত্যন্ত কম সময়েই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio। এমতাবস্থায়, আপনিও যদি একজন Jio ব্যবহারকারী হন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই প্রতিবেদনে আমরা Jio-র সেরা 5 টি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো। যা আপনার কাজে লাগতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Jio তার 5G পরিষেবার অধীনে একাধিক আনলিমিটেড প্ল্যান উপলব্ধ করে। যেগুলি সব ধরণের ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে পারে। এই প্ল্যানগুলি বিভিন্ন ভ্যালিডিটি এবং ডেটা সুবিধা উপলব্ধ করে। এমতাবস্থায়, চলুন জেনে নিই বিস্তারিত…..

Reliance Jio-র ৫ টি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান:

1. Jio-র 349 টাকার প্ল্যান: Reliance Jio-র এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে উপলব্ধ হয়। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন। এছাড়াও, প্রতিদিন 2 GB ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে। আনলিমিটেড কলিং থেকে শুরু করে দৈনিক 100 টি ফ্রি SMS এবং JioCinema, JioTV ও JioCloud-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও এই রিচার্জ প্ল্যানে উপলব্ধ রয়েছে।

2. 899 টাকার প্ল্যান: Reliance Jio-র এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 2 GB ডেটা পাবেন। এছাড়াও 20 GB এক্সট্রা ডেটাও মিলবে। এই প্ল্যানটি 90 দিনের ভ্যালিডিটির সাথে উপলব্ধ হয়। এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিং থেকে শুরু করে দৈনিক 100 টি ফ্রি SMS, এবং JioCinema, JioTV ও JioCloud-এর সাবস্ক্রিপশনের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।

These 5 recharge plans of Reliance Jio attract customers new year.

3. 999 টাকার প্ল্যান: Reliance Jio-র এই প্ল্যানটির ভ্যালিডিটি হল 98 দিনের। যেখানে ব্যবহারকারীরা দৈনিক 2 GB ডেটা পান। এই প্ল্যানে আনলিমিটেড কলিং ও দৈনিক 100 টি ফ্রি SMS ছাড়াও দিন, JioCinema, JioTV এবং JioCloud-এ বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যায়।

আরও পড়ুন: মেলবোর্ন টেস্টে টিম ইন্ডিয়ার এই ৩ খেলোয়াড়ের জন্যই লজ্জার হার ভারতের! রেগে লাল অনুরাগীরা

4. 2,025 টাকার রিচার্জ: Reliance Jio-র এই প্ল্যানের বৈধতা হল 200 দিনের। যেখানে ব্যবহারকারীরা প্রতিদিন 2.5 GB ডেটা ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি এই প্ল্যানে একাধিক সুবিধা উপলব্ধ হয়। এছাড়াও, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি ফ্রি SMS সহ এই প্ল্যানে OTT সাবস্ক্রিপশনের সুবিধাও রয়েছে। যেখানে ব্যবহারকারীরা JioCinema থেকে শুরু করে JioTV এবং JioCloud-এর সাবস্ক্রিপশন পেতে পারেন।

আরও পড়ুন: চিনে ২০০-রও বেশি জেল বানাচ্ছেন জিনপিং! আমেরিকার সংবাদমাধ্যম তথ্য সামনে আনতেই শুরু হইচই

5. 3,599 টাকার রিচার্জ প্ল্যান: Reliance Jio-র এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকেরা বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পাবে। এই প্ল্যানটি 365 দিনের ভ্যালিডিটির সাথে উপলব্ধ হয়। যেখানে প্রতিদিন 2.5GB ডেটার সুবিধা পাওয়া যায়। এদিকে, আনলিমিটেড কলিং, ছাড়াও দৈনিক 100 টি ফ্রি SMS সহ JioCinema, JioTV এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে মিলবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর