বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একের পর এক বিকল্প উপলব্ধ হলেও এখনও অনেকেই ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ওপর ভরসা রাখেন। কারণ, এই ইনভেস্টমেন্ট অপশন অত্যন্ত নিরাপদ এবং নিশ্চিত রিটার্ন প্রদান করে। বর্তমানে, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বিনিয়োগকারীদের কাছেও এটি একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে পাবলিক ও প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কগুলির তুলনায় বেশি সুদের হার উপলব্ধ হয়।
এই ৬ টি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)-এ মিলছে দুর্দান্ত সুদের হার:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির ফিক্স ডিপোজিট (Fixed Deposit) কভার করে।যেটি প্রতিটি ব্যাঙ্কের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানতের ইন্সুরেন্স করে। যার মধ্যে মূলধন (প্রিন্সিপাল) এবং সুদ অন্তর্ভুক্ত থাকে। এই লিমিটের মধ্যে থাকা অ্যামাউন্টের ক্ষেত্রে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলির FD-গুলি বড় ব্যাঙ্কগুলির মতোই নিরাপদ। অতএব, সোজা কথায়, এই ব্যাঙ্কগুলির FD স্কিমে বিনিয়োগ করাও লাভজনক বিষয় হতে পারে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা সেইরকমই ৬ টি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলি FD-তে দুর্দান্ত সুদের হার প্রদান করছে।
১. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ২ বছরের মেয়াদী FD (Fixed Deposit)-তে এই ব্যাঙ্ক ৮.১৫ শতাংশ সুদের হার প্রদান করছে। অর্থাৎ, ১ লক্ষ টাকার FD ২ বছরে বেড়ে ১.১৬ লক্ষ টাকা হবে।
আরও পড়ুন: খরচ হবে ১,১৩৭ কোটি টাকা…. এই দেশকে সাহায্য করতে চলেছেন সচিন-কন্যা সারা তেন্ডুলকার
২. জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কটি ২ বছরের FD (Fixed Deposit)-তে ৭.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে। অর্থাৎ, ২ বছরের মধ্যে ১ লক্ষ টাকার ডিপোজিট বৃদ্ধি পেয়ে ১.১৬ লক্ষ টাকায় পৌঁছে যাবে।
৩. উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কটি ২ বছরের মেয়াদী FD-তে ৭.৬৫ শতাংশ সুদের হার প্রদান করছে এক্ষেত্রে কেউ যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে ম্যাচুরিটির পর অ্যামাউন্ট বেড়ে ১.১৫ লক্ষ টাকা হবে।
আরও পড়ুন: IPL-এর আগামী মরশুমের আগেই বড় সিদ্ধান্ত ধোনির! রাখঢাক না রেখে কী জানালেন মাহি?
৪. ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: উল্লেখ্য যে, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ২ বছরের FD (Fixed Deposit)-তে ৭.৬০ শতাংশ সুদ প্রদান করছে। অর্থাৎ, এই ব্যাঙ্কগুলিতে ১ লক্ষ টাকার ডিপোজিট ম্যাচুরিটির পরে ১.১৫ লক্ষ টাকা হয়ে যাবে।
৫. AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কটি ২ বছরের FD-তে ৭.১০ শতাংশ সুদের হার প্রদান করছে। যেখানে ১ লক্ষ টাকার ডিপোজিট ম্যাচুরিটির পরে ১.১৪ লক্ষ টাকায় বৃদ্ধি পাবে।