বাংলা হান্ট ডেস্ক: শ্রীলঙ্কা সফরে ইতিমধ্যেই T20 সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। এমতাবস্থায়, T20 সিরিজের আরও একটি ম্যাচ খেলা বাকি রয়েছে। যেটি সম্পন্ন হবে আগামী ৩০ জুলাই। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ৬ জন ভারতীয় খেলোয়াড় শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার (India National Cricket Team) থেকে আলাদাভাবে অনুশীলন করবেন। এদিকে, ওই ৬ ভারতীয় খেলোয়াড়ের আলাদা অনুশীলনের পেছনের কারণটি কোচ গৌতম গম্ভীরের দ্বিতীয় বড় মিশনের সঙ্গে জড়িত। মূলত, ODI সিরিজের জন্য ওই ৬ জন খেলোয়াড় অনুশীলন করবেন। তাঁরা প্রত্যেকেই ODI সিরিজের অংশ।
শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার (India National Cricket Team) থেকে আলাদাভাবে প্র্যাকটিস এই ৬ প্লেয়ারের:
কলম্বো পৌঁছলেন রোহিত-বিরাট: জানিয়ে রাখি যে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে ৩ টি ODI ম্যাচের সিরিজ আগামী ২ অগাস্ট থেকে শুরু হতে চলেছে। যার জন্য রোহিত শর্মা, বিরাট কোহলি সহ ODI দলের (India National Cricket Team) সমস্ত সদস্য কলম্বো পৌঁছেছেন। প্রাপ্ত তথ্য অনুসারে, এই ODI দলের খেলোয়াড়দের অনুশীলনও শুরু হয়েছে কলম্বোতে। যা পাল্লেকেলে থেকে ১৫২ কিলোমিটার দূরে রয়েছে। টিম ইন্ডিয়া বর্তমানে পাল্লেকেলেতেই T20 সিরিজ খেলছে।
KING KOHLI IS BACK…!!!!!
– Virat Kohli has reached Sri Lanka for the ODI series. (RevSportz). pic.twitter.com/hIqpXzD09Q
— Tanuj Singh (@ImTanujSingh) July 29, 2024
এদিকে, রোহিত এবং বিরাটের কলম্বো পৌঁছনোর ছবিও সামনে এসেছে। ভারতকে T20 বিশ্ব চ্যাম্পিয়ন করার পর এই উভয় খেলোয়াড়ই UK-তে ছিলেন। অনুমান করা হচ্ছে যে, তাঁরা সেখান থেকেই সরাসরি কলম্বো পৌঁছেছেন।
আরও পড়ুন: ট্রেনিংয়ের জন্য সরকার খরচ করেছে ২ কোটি টাকা! চমকে দেবে ২২ বছরের মনু ভাকেরের মোট সম্পদের পরিমাণ
এই ৬ জন খেলোয়াড় টিম ইন্ডিয়া থেকে আলাদাভাবে অনুশীলন করছেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, রোহিত, বিরাট ছাড়াও যে ৬ জন খেলোয়াড় ভারতের T20 দল (India National Cricket Team) থেকে দূরে রয়েছেন এবং কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI খেলার অনুশীলন করছেন তাঁদের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং কেএল রাহুল। এই খেলোয়াড়রা নতুন হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে প্রথমবারের মতো ভারতে খেলবেন। যদিও, তাঁদের মধ্যে শ্রেয়স আইয়ার এবং হর্ষিত রানার IPL-এ গম্ভীরের অধীনে KKR-এ খেলার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: ফের বড় দুর্ঘটনা! তীব্র গতিতে ছুটে চলা ট্রেন আচমকা হল দুই ভাগে বিভক্ত, কি অবস্থা যাত্রীদের?
T20 সিরিজের পর গৌতম গম্ভীরের ODI সিরিজের সফরের পালা: জানিয়ে রাখি যে, T20 সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে ODI সিরিজ হবে গৌতম গম্ভীরের দ্বিতীয় বড় কোচিং মিশন। ইতিমধ্যেই T20 সিরিজ জিতেছে ভারত। তবে এবার ODI সিরিজের পালা। যেখানে দলের (India National Cricket Team) অধিনায়ক হবেন রোহিত শর্মা। উল্লেখ্য যে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ODI ম্যাচ খেলা হবে আগামী ২ অগাস্ট। পাশাপাশি, দ্বিতীয় ODI সম্পন্ন হবে আগামী ৪ অগাস্ট। এছাড়াও, তৃতীয় ও শেষ ODI সম্পন্ন হবে আগামী ৭ অগাস্ট। নির্ধারিত সূচি অনুযায়ী ওই তিনটি ম্যাচই কলম্বোতে সম্পন্ন হবে।