স্বপ্ন ছিল নায়ক হওয়ার, কিন্তু খলনায়ক হয়েই জনপ্রিয়তার শিখরে উঠেছেন এই অভিনেতারা

বাংলাহান্ট ডেস্ক: গ্ল‍্যামারের ছড়াছড়ি বলিউডে (Bollywood)। প্রতিনিয়ত কতশত মানুষ স্বপ্নপূরণের লক্ষ‍্যে মুম্বই আসেন। কোনো কোনো স্বপ্ন সত‍্যি হয়ে তৈরি হয় এক একজন শাহরুখ খান, অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকী। কেউ কেউ আবার ইঁদুর দৌড়েই হারিয়ে যান। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এমনো অনেকে আছেন যারা নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন। কিন্তু থেকে গিয়েছেন খলনায়ক (Villain) হিসাবে।

না, ইন্ডাস্ট্রি ফিরিয়ে দেয়নি তাঁদের। কাঙ্খিত জনপ্রিয়তা তাঁরাও পেয়েছেন। শুধু একটু অন‍্য ভাবে। কে না জানে নায়ক থাকলে খলনায়ক তো থাকবেই ছবিতে। আর এই খলনায়কদের জনপ্রিয়তাও কিন্তু বড় কম নয়। রইল চার খলনায়কের তালিকা যারা এসেছিলেন নায়ক হতে। কিন্তু হয়ে গিয়েছেন খলনায়ক।

rahuldev759
রাহুল দেব– নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন রাহুল। প্রাক্তন মডেল রাহুলের পেশিবহুল চেহারার কাঠিন‍্যও দেখবার মতো। তবে নায়ক হওয়া তাঁর ভাগ‍্যে লেখা ছিল না। খলনায়কের চরিত্রে জনপ্রিয়তা পাওয়ার পর নেগেটিভ চরিত্রেই বেশি অভিনয় শুরু করেন তিনি। হিন্দি ছাড়াও তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ভাষার ছবিতেও অভিনয় করেছেন রাহুল।

jpg 8 2
গ‍্যাভিন প‍্যাকার্ড– বলিউডের জনপ্রিয়তম ভিলেনদের মধ‍্যে অন‍্যতম। নব্বইয়ের দশকে বহু সুপারহিট ছবিতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। এর মধ‍্যে বিশেষ ভাবে উল্লেখযোগ‍্য সড়ক, মোহরা, চমৎকারের মতো ছবি। দুর্দান্ত ফিট আকর্ষণীয় চেহারা ছিল গ‍্যাভিনের। তবে খলনায়ক হয়ে নায়কের থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

85276277
মোহনিস বহেল– হিন্দি টেলিভিশন এবং বড়পর্দার অত‍্যন্ত পরিচিত মুখ। নায়ক হওয়ার পাশাপাশি বেশ কিছু ছবিতে খলনায়কের চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয় দক্ষতা দিয়ে নেতিবাচক চরিত্রেও মন জয় করেছেন তিনি।

Sonu Sood 1200 5
সোনু সূদ– সোনু সূদের পরিচয় নতুন করে দেওয়ার আর প্রয়োজন আছে কি? ছবিতে নায়ক হতে না পারলেও বাস্তব জীবনে বহু মানুষের জীবনে নায়ক হয়ে উঠেছেন তিনি। হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। খলনায়কের চরিত্রই জনপ্রিয়তা এনে দিয়েছে তাঁকে। কিন্তু দীর্ঘ করোনা কালে সোনু যা করেছেন তাতে চিরকালের জন‍্য মানুষের মনে তাঁর চিরস্থায়ী জায়গা হয়ে গিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর