হয়ে গিয়েছিল বাগদান, শেষ মূহুর্তে গিয়ে বিয়ে ভেঙে যায় এই বলিউড তারকাদের

বাংলাহান্ট ডেস্ক: জীবনে চলার পথে এমন অনেক মানুষের সঙ্গেই পরিচয় হয় যাদের সবার সঙ্গে হয়তো শেষ পর্যন্ত সম্পর্ক (Relation) থাকে না। অনেকের সঙ্গে পথচলাটা মাঝখানেই শেষ হয়ে যায়। সম্পর্ক এবং বিচ্ছেদ (Breakup) দুটোই মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে ওতপ্রোতভাবে। তারকাদের ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা নয়।

বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক ভাঙার পর্বটা এতটাই অশান্তিপুর্ণ হয় যে তিক্ততা পাকাপাকি ভাবে থেকে যায় মনে। বলিউডে এমনো কয়েকজন হতভাগ্য তারকা রয়েছেন যাদের প্রেমটা বাগদান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু অদ্ভূত ভাবে সেটা আর টেকেনি। বাগদানের পরেও ভেঙে গিয়েছে বিয়ে। তালিকায় কারা কারা রয়েছেন দেখে নিন ঝটপট-

These actors relation broken after their engagement

অক্ষয় কুমার-রবীনা ট্যান্ডন– গভীর প্রেম ছিল দুজনের মধ্যে। এমনকি এও শোনা গিয়েছিল, তাঁদের নাকি বাগদানও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। তবে সম্প্রতি রবীনা জানিয়েছেন অক্ষয়ের সঙ্গে নাকি এখনো ভালোই সম্পর্ক তাঁর। দুজনেই আলাদা আলাদা ভাবে নিজেদের দাম্পত্য জীবনে সুখী।

অভিষেক বচ্চন-করিশ্মা কাপুর– অবাক লাগলেও বলিউডের এই জুটি বেশ হিট ছিল। সিনেমার সেটের আলাপ পরিণত হয়েছিল গভীর প্রেমে। পাঁচ বছর ধরে প্রেম করার পর বাগদানও করেছিলেন দুজনে। কিন্তু চার মাস পরেই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। বাগদান সত্ত্বেও আলাদা হয়ে যান তাঁরা। ভিন্ন মানুষকে বিয়ে করেন দুজনে। কিন্তু করিশ্মার সেই বিয়েও টেকেনি।

These actors relation broken after their engagement

সলমন খান-সঙ্গীতা বিজলানি– বলিউডের সবথেকে চর্চিত অফস্ক্রিন জুটিগুলির মধ্যে অন্যতম। ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেম ছিল ভাইজানের। তবে সঙ্গীতার সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল আরেকটু বেশি। শোনা যায় সঙ্গীতাকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে কার্ডও ছাপিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষে ওই সিদ্ধান্ত বদলান ভাইজান। এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছে গিয়েছেন সলমন।

Niranjana Nag

সম্পর্কিত খবর