অবশ্যই মেনে চলুন চাণক্যের এই চারটি নীতি, আপনিও হয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ

বাংলা হান্ট ডেস্ক: বলা হয় যে, একজন মানুষ তাঁর কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে নির্ধারণ করেন। এমনকি, কঠোর পরিশ্রমের মাধ্যমেও মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে। যদিও, এমন কিছু মানুষও থাকেন যাঁরা কিছু না করেই আকাঙ্ক্ষিত সবকিছু পেয়ে যান। এমতাবস্থায়, আচার্য চাণক্য (Acharya Chanakya) নীতিশাস্ত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলেছেন যে এমন ৬ প্রকারের সুখ রয়েছে যা সবার ভাগ্যে থাকে না। এমতাবস্থায়, সেগুলি সেই পুরুষ এবং মহিলারাই পেতে পারেন যাঁদের মধ্যে কিছু বিশেষ গুণাবলী রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, আচার্য চাণক্য ছিলেন আমাদের দেশের একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। তিনি জীবনের সকল বিষয়গুলিকে শুধু গভীরভাবে অধ্যয়নই করেননি পাশাপাশি, মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সম্যক ধারণাও প্রদান করেছেন। এমতাবস্থায়, যদি কোনো ব্যক্তি তাঁর জীবনে আচার্য চাণক্য প্রদত্ত নীতিগুলি অনুসরণ করে চলেন সেক্ষেত্রে তিনি তাঁর জীবনে চরম উন্নতি লাভ করতে সক্ষম হবেন। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনেও তাঁর সেই উপদেশগুলির প্রসঙ্গ উপস্থাপিত করা হল যেগুলি যেকোনো ব্যক্তির ভাগ্য ঘুরিয়ে দিতে পারে।

ভালো জীবনসঙ্গী: আচার্য চাণক্যের মতে, একজন ভালো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। যাঁরা বুদ্ধিমান এবং বিভিন্ন গুণে পরিপূর্ণ জীবনসঙ্গী পান তাঁদের ভাগ্য সমৃদ্ধ হয়। মূলত, পূর্বজন্মের সৎকর্মের মাধ্যমেই এটি সম্ভব বলে জানিয়েছেন তিনি। এদিকে, শাস্ত্রে বলা হয়েছে, যাঁরা পূর্বজন্মে নারীকে অপমান করেন তাঁদের দাম্পত্য জীবন সবসময়ই কষ্টের হয়।

ভালো খাবার: আচার্য চাণক্যের মতে, ভালো খাবার হল সুস্থ জীবনের লক্ষণ। সুখ কেবল সেই সৌভাগ্যবানদেরই কাছে আসে যাঁরা পূর্বজন্মে ভালো কাজ করেছেন বা অনেক দান-ধ্যানের মাধ্যমে দরিদ্রদের খাবার প্রদান করেছেন।

ভালো হজম শক্তি: আচার্য চাণক্য বলেছেন, শুধু ভালো খাবার পাওয়াই যথেষ্ট নয়, বরং তা হজম করার জন্যও ভালো হজম শক্তি প্রয়োজন। অনেক ধনী ব্যক্তি বিভিন্ন সেরা স্বাদ উপভোগ করতে পারেন, কিন্তু তাঁদের শরীর সেগুলি সমর্থন করে না। যার ফলে তাঁরা সামগ্রিকভাবে আনন্দ উপভোগ করতে অক্ষম হন।chanakya niti in business

দানের ক্ষমতা: আচার্য চাণক্যের মতে, কলিযুগে ধনী নারী-পুরুষের অভাব নেই। যদিও, সবাই আবার দান করেন না। এমন গুণ শুধুমাত্র পূর্বজন্মে ভালো কাজ করলেই অর্জন করা যায়। পাশাপাশি, যাঁরা দান-ধ্যানের সাথে যুক্ত থাকেন সেই সমস্ত মানুষ তাঁদের পরবর্তী জীবনকেও উন্নত করে ফেলেন বলে জানিয়েছেন তিনি।

(সতর্কীকরণ: এখানে দেওয়া সমস্ত তথ্য সামাজিক এবং ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলাহান্ট এগুলিকে নিশ্চিত করে না।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর