১৬০০ কোটি ছাপিয়ে গর্জন ‘পুষ্পা ২’র, টক্কর প্রভাসের, ২০২৪ এ সবথেকে বেশি ব্যবসা করল এই ১০ ছবি

বাংলাহান্ট ডেস্ক : প্রতি বছরের মতো ২০২৪ এও হিন্দি, তামিল, তেলুগু, বাংলা মিলিয়ে মুক্তি পেয়েছে একগুচ্ছ ছবি (Movie)। এর মধ্যে বেশ কিছু ছবি হিট হয়েছে, কিছু ফ্লপ, আর কিছু ব্লকবাস্টার হিট। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রুল’ যা এ বছরের সবথেকে বেশি আয় করা ছবির তকমা ছিনিয়ে নিয়েছে। বিশ্ব জুড়ে ১৬০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ভারতীয় ছবিকে (Movie) অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে পুষ্পা ২। আর কোন কোন ছবি ভালো ব্যবসা করল এ বছর?

ব্যবসার নিরিখে ছবির (Movie) তালিকার শীর্ষে পুষ্পা ২

তালিকার শীর্ষে সগৌরবে জায়গা করে নিয়েছে পুষ্পা ২। আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ছবিটিকে (Movie) ঘিরে উন্মাদনা কমার নামই নেই। মাত্র ২২ দিনে বিশ্ব ব্যাপী ১৬৩১.২১ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে ছবিটি। বিশেষজ্ঞদের মতে, অচিরেই ১৭০০ কোটি ছুঁয়ে ফেলবে পুষ্পা ২।

These are the highest grossing movie of 2024

কে কে রয়েছে তালিকায়: পিছিয়ে নেই প্রভাস, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাডুকোন অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি (Movie)। ২০২৪ এর এটাই প্রথম ছবি যা ১০০০ কোটি টাকার মাইলফলক ছুঁয়েছিল। গ্লোবাল বক্স অফিসে ১০৫৪.৬৭ কোটি টাকার ব্যবসা করেছে প্রভাসের ছবিটি। তারপরেই তিন নম্বরে রয়েছে ২০২৪ এ বলিউডের ফার্স্ট গার্ল ‘স্ত্রী ২’। দুরন্ত ব্যবসা করে ৮৮৪.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি (Movie)।

আরো পড়ুন : কানাকড়িও দিয়ে যাননি স্ত্রীকে, ৬০০ কোটি টাকার বিপুল সম্পত্তি কার নামে উইল করে যান রাজেশ খান্না?

পিছিয়ে গিয়েছে বলিউড: চতুর্থ স্থানে ৪৬৪.৫৪ কোটি টাকার ব্যবসা করে জায়গা করে নিয়েছে থালাপতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’। তারপরেই পঞ্চম স্থানে রয়েছে জুনিয়র এনটিআর এর ‘দেবারা’। মোট ৪২৮.৩৯ কোটি টাকা আয় করেছে ছবিটি (Movie)। সেরা দশের তালিকায় একাধিক বলিউডি ছবিও জায়গা করতে পেরেছে। কারা কারা রয়েছে সেরা দশে, দেখে নিন তালিকা-

আরো পড়ুন : চোখে দেখা যায় না, শোনা যায় শুধু কণ্ঠ, ‘বিগ বস চাহতে হ্যায়’… কে এই বিগ বস জানেন?

১. পুষ্পা দ্য রুল- ১৬৩১.২১ কোটি

২. কল্কি ২৮৯৮ এডি- ১০৫৪.৬৭ কোটি

৩. স্ত্রী ২- ৮৮৪.৪৫ কোটি

৪. দ্য গ্রেটেস্ট অফ অল টাইম- ৪৬৪.৫৪ কোটি

৫. দেবারা- ৪২৮.৩৯ কোটি

৬. ভুলভুলাইয়া ৩- ৪২১.২২ কোটি

৭. সিংঘম এগেইন- ৪০২.২৬ কোটি

৮. ফাইটার- ৩৫৪.৭০ কোটি

৯. আমরণ- ৩৪১.৫২ কোটি

১০. হনুমান- ২৯৪.১৮ কোটি

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর