বাংলাহান্ট ডেস্ক : এসআইআর (SIR) এর খসড়া তালিকা প্রকাশিত হতে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ নাম। অর্থাৎ মোট ভোটারের প্রায় ৭.৬ শতাংশ ভোটারের নাম প্রাথমিক ভাবে বাদ পড়েছে। সবথেকে বেশি যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটারের নাম বাদ পড়েছে তার মধ্যে অন্যতম জোড়াসাঁকো, চৌরঙ্গী, হাওড়া উত্তর, বালিগঞ্জ, কলকাতা পোর্ট, কাশীপুর-বেলগাছিয়া, শ্যামপুকুর, বেলেঘাটা।
কোন কেন্দ্রে সবথেকে বেশি নাম (SIR) বাদ পড়েছে
রিপোর্ট বলছে, জোড়াসাঁকো থেকে বাদ পড়েছে প্রায় ৭২ হাজার ৮৯৯ ভোটারের নাম। চৌরঙ্গী কেন্দ্রে বাদ পড়েছে ৭৪ হাজার ৫১০ ভোটারের নাম। ৬০ হাজার ৪৩৬ ভোটারের নাম বাদ পড়েছে উত্তর হাওড়ায়। কলকাতা পোর্টে বাদ পড়েছে ৬৩ হাজার ৭১৭ ভোটারের নাম। বালিগঞ্জে বাদ পড়েছে ৬৫ হাজার ১৬৫ ভোটারের নাম। ৪২ হাজার ৩০৪ ভোটারের নাম বাদ পড়েছে শ্যামপুকুরে।

সবথেকে কম নাম বাদ পড়েছে কোন কেন্দ্রে: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বাদ পড়েছে ৫৩ হাজার ৩৬৫ ভোটারের নাম। বেলেঘাটায় ৫৬ হাজার ৪৯৩ ভোটারের নাম বাদ পড়েছে। এই কেন্দ্রগুলিতে যেমন সবথেকে বেশি ভোটারের (SIR) নাম বাদ পড়েছে, তেমনই যে সমস্ত কেন্দ্রগুলিতে সবথেকে কম ভোটারের নাম বাদ পড়েছে, এই তালিকায় সর্বাগ্রে রয়েছে বাঁকুড়ার কোতলপুর। মাত্র ৫ হাজার ৬৭৮ ভোটারের নাম বাদ পড়েছে এই কেন্দ্রে।
আরও পড়ুন : ফের ডিগবাজি! শীত নয়, দক্ষিণবঙ্গে শুরু হবে অন্য ‘খেলা’, জানাল আবহাওয়া দপ্তর
কোন কেন্দ্রে কত বাদ: এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। ৬ হাজার ৬৫১ জন ভোটারের নাম বাদ পড়েছে এই কেন্দ্রে। সবংয়ে ৬ হাজার ৯৭৬ জন, করিমপুরে ৬ হাজার ৫৫৯ জন, পটাশপুরে বাদ পড়েছে ৬ হাজার ৪১৮ জনের নাম।
আরও পড়ুন : ‘সেভেন সিস্টার্স’ ইস্যুতে কূটনৈতিক চাপানউতোর, বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করল ভারত
ভগবানপুরে ৬ হাজার ৮৫৩ জনের নাম। মহিষাদলে ৬ হাজার ৬৮০ জনের নাম, ময়নায় ৭ হাজার ১০১ জনের নাম, কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে ৭ হাজার ২৬৪ জনের নাম, চণ্ডীপুরে ৭ হাজার ১২০ জনের নাম বাদ পড়েছে।












