অলিম্পিকে বিরাট চমক দেখাবে ভারত! সবার নজর কাড়তে প্রস্তুত এই ৫ অ্যাথলিট

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান শেষে ফের শুরু হতে চলেছে অলিম্পিক (Olympic 2024)। ২০২৪-এর অলিম্পিকের আসর বসেছে প্যারিসে। এমতাবস্থায়, সমগ্র বিশ্বের ক্রীড়া অনুরাগীদের চোখ থাকে অলিম্পিকের দিকে। যেটির অফিসিয়াল ওপেনিং ঘটবে আগামী ২৬ জুলাই। পাশাপাশি, ওইদিন থেকেই শুরু হতে চলেছে অলিম্পিকের (Olympic 2024) মূল ইভেন্ট। যদিও, তার আগে কয়েকটি বিভাগের প্রাথমিক পর্বের খেলা শুরু হয়ে যাবে। যেগুলির মধ্যে রয়েছে ফুটবল এবং আর্চারির মতো খেলাগুলি। এদিকে, এই মেগা মঞ্চে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরতে প্রস্তুত ভারতীয় অ্যাথলিটরাও।

অলিম্পিকে (Olympic 2024) ঝড় তুলতে প্রস্তুত ভারতীয় অ্যাথলিটরা:

প্রসঙ্গত উল্লেখ্য যে, এবারের অলিম্পিকে (Olympic 2024) অংশগ্রহণ করবেন ভারতের ১১৭ জন অ্যাথলিট। তবে, সবথেকে যেটি উল্লেখযোগ্য বিষয় তা হল, ভারতের এই অ্যাথলিটদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি অ্যাথলিট এবারের অলিম্পিকেই তাঁদের অভিষেক ঘটাবেন। তাঁদের মধ্যে রয়েছেন দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন থেকে শুরু করে ১৪ বছর বয়সী প্রতিভাবান অ্যাথলিটও। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ভারতের তারকা অ্যাথলিটদের সম্পর্কে।

   

These athletes are going to make their Olympic 2024 debut of India.

প্রথমেই আমরা জানাবো ধিন্দি দেশিনগুর সম্পর্কে। যাঁর বর্তমান বয়স হল মাত্র ১৪ বছর। এবারের অলিম্পিকে ভারতের হয়ে তিনি সাঁতারের পুলে ঝড় তুলতে প্রস্তুত। সবথেকে অবাক করার মতো বিষয় হল, ১৯৫২ সালের পরে ধিন্দি দেশিনগুই অলিম্পিকের (Olympic 2024) মঞ্চে ভারতীয় দলে থাকা সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে বিবেচিত হচ্ছেন। উল্লেখ্য যে, ১৯৫২ সালে মাত্র ১১ বছর বয়সে ভারতের হয়ে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলেন সাঁতারু আরতি সাহা। জানিয়ে রাখি যে, এবারে সাঁতারে এ এবং বি দুটি কোয়ালিফিকেশন সময় ছিল। তবে, কোনও ভারতীয় সাঁতারু ওই পর্যায়ে পৌঁছতে পারেননি।

আরও পড়ুন: চন্দ্রযান-৩ ফের করল বাজিমাত! ভারতের এই মিশন পেল “ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড”

এমতাবস্থায়, অলিম্পিক গেমস ট্রাইপার্টিট কমিশন ধিন্দি দেশিনগু এবং শ্রীহরি নটরাজকে অলিম্পিকে খেলার ছাড়পত্র প্রদান করে। জানিয়ে রাখি যে, ২০২২ এশিয়ান গেমসে এবং ২০২৪ বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে ধিন্দি ভারতের হয়ে লড়াই করেছেন। এদিকে, ২০২২ এবং ২০২৩ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নিখাত জারিন। এবারের অলিম্পিকে ৫০ কেজি ওজনের ক্যাটাগরিতে তিনি অভিষেক করতে চলেছেন। প্রত্যেকেই আশা রাখছেন যে, মেরি কমের পরবর্তীতে অলিম্পিকের (Olympic 2024) মঞ্চ থেকে তিনি ভারতকে পদক এনে দেবেন।

আরও পড়ুন: চিন-পাকিস্তানের “দাদাগিরি” শেষ! শক্তি বাড়ছে Sukhoi-30MKI ফাইটার জেটের, খরচ হবে ৬৩,০০০ কোটি

এদিকে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে কুস্তিতে সোনা হাসিল করেছিলেন অন্তিম পাঙ্ঘাল। এবারের অলিম্পিকে (Olympic 2024) তিনিও অভিষেক করতে চলেছেন। অন্যদিকে, অনূর্ধ্ব ২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী রিতিকা এবার ভারতের হয়ে প্রথম প্রতিযোগী হিসেবে ৭৬ কেজি বিভাগে অংশ নিতে চলেছেন বলে জানা গিয়েছে। এছাড়াও, ভারতের হার্ডলার জ্যোতি ইরারজি থেকে শুরু করে স্টিপলচেজার পারুল চৌধুরী এবং ব্যাডমিন্টনে লক্ষ্য সেনরা এবারের অলিম্পিকেই তাঁদের অভিষেক ঘটাবেন। এছাড়াও সবার নজর থাকবে এশিয়ান গেমসে নীরজ চোপড়াকে কঠোর লড়াই দেওয়া কিশোর কুমার জেনার দিকে। তিনিও প্যারিস অলিম্পিকে অভিষেক ঘটাতে চলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর