বাংলাহান্ট ডেস্ক: নতুনদের জন্য পুরনোদেরই জায়গা ছেড়ে দিতে হয়। সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রেও প্রযোজ্য এই অলিখিত নিয়ম। জি বাংলায় পরপর বেশ কয়েকটি সিরিয়াল শেষ হওয়ার খবর শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ‘কড়ি খেলা’ শেষ হয়ে সেই জায়গাটা নিয়েছে ‘লালকুঠি’। দেবশ্রী রায়ের ‘সর্বজয়া’ শেষ হচ্ছে খুব শিগগির। আসবে আরো এক নতুন সিরিয়াল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)।
তবে এই নতুন সিরিয়ালের জন্য সম্পূর্ণ ওলটপালট হয়ে গিয়েছে টাইম স্লট। কয়েকটি মাত্র সিরিয়াল বাদে বাকি সব গুলোরই সম্প্রচারের সময় বদলে গিয়েছে। সন্ধ্যার টাইম স্লটের সিরিয়ালকে পাঠানো হয়েছে রাতে আর রাতের স্লটের সিরিয়ালের সময় আনা হয়েছে এগিয়ে। তাই প্রিয় সিরিয়াল মিস না করতে চাইলে চট করে দেখে নিন নতুন টাইম স্লট।
সন্ধ্যা ছটায় ‘উড়ন তুবড়ি’ দিয়ে শুরু হয় জি বাংলার সিরিয়াল। কিন্তু নতুন এই সিরিয়াল এখনো পর্যন্ত সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি। সম্ভবত এই কারণেই উড়ন তুবড়িকে ছটার স্লট থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সোজা রাত দশটায়। অর্থাৎ ‘এই পথ যদি না শেষ হয়’ এর টাইম স্লটে।
তবে কি শেষ হয়ে যাচ্ছে সাত্যকি ঊর্মির গল্প? না, একেবারেই তা নয়। বরং এই সিরিয়ালের দর্শকদের জন্য রয়েছে এক দারুন সুখবর। দশটার বদলে আরো এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে সম্প্রচারের সময়। অর্থাৎ এবার থেকে রাত নটায় দেখা যাবে ‘এই পথ যদি না শেষ হয়’।
সাড়ে নটায় নতুন শুরু হওয়া সিরিয়াল ‘লালকুঠি’কে অবশ্য নিজের সময় খোয়াতে হয়নি। তবে বদলে গিয়েছে অপর একটি সিরিয়ালের টাইম স্লট। সেটা হল ‘পিলু’। এত অদল বদল যার জন্য, সেই নতুন সিরিয়াল ‘খেলনা বাড়ি’কে ফেলা হয়েছে সাড়ে ছটার স্লটে। এতদিন সে সময়েই দেখা যেত পিলু আহিরকে।
জল্পনা চলছিল, স্লট খুইয়ে কোন সময়ে যাবে পিলু। অবশেষে জানা গেল, আধ ঘন্টা এগিয়ে গিয়েছে এই সিরিয়ালের সময়। অর্থাৎ এবার থেকে সন্ধ্যা ছটায় সম্প্রচারিত হবে পিলু। আগামী ১৬ মে থেকেই নতুন সময়ে দেখা যাবে চারটি সিরিয়াল।