বাংলাহান্ট ডেস্ক: বলিউডে শোরগোল ফেলে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। শুধু বক্স অফিস কালেকশনের জন্য নয়, ছবির বিষয়বস্তু নিয়েও তর্ক বিতর্ক অব্যাহত। কেউ দাবি করছেন, বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবি এটাই। আবার কারোর বক্তব্য, নিজে কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) হয়েও কাশ্মীরি ফাইলস দেখতে যাবেন না।
উল্লেখ্য, ছবির মুখ্য চরিত্রে থাকা অনুপম খের নিজে একজন কাশ্মীরি পণ্ডিত। তবে বলিউডেই আরো অনেক অভিনেতা রয়েছেন যারা আসলে কাশ্মীরি পণ্ডিত। কারা রয়েছেন এই তালিকায়? একবার চোখ বুলিয়ে নিন-
মোহিত রায়না– হিন্দি টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ মোহিত। ‘দেবোঁ কে দেব মহাদেব’ সিরিয়ালে শিবের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। পরবর্তীকালে বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজেও দেখা গিয়েছে মোহিতকে। ১৯৮২ সালের ১৪ অগাস্ট জন্ম হয় তাঁর। জম্মুতে বড় হওয়ার পর সেখানকারই স্কুলে পড়াশোনা করেন মোহিত।
কুণাল খেমু– জম্মুতে এক কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় কুণালের। পরবর্তীকালে মুম্বইতে চলে আসেন তাঁরা। অনেকেই জানেন না যে কুণাল আসলে কাশ্মীরি পণ্ডিত।
এম কে রায়না– তাঁর পুরো নাম মহারাজ কৃষ্ণ রায়না। গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, তারে জমিন পর, রব নে বনা দি জোড়ির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৪৮ সালের ২৪ জুলাই শ্রীনগরে জন্ম হয় এম কে রায়নার।
কিরণ কুমার– বহু বলিউড ছবিতে অভিনয় করেছেন কিরণ কুমার। পাশাপাশি বেশ কিছু টেলিভিশন শোতেও দেখি মিলেছে তাঁর। জানলে অবাক হবেন, তিনিও কাশ্মীরি পণ্ডিত পরিবারের। অভিনেতার বাবা জীবন কাশ্মীর থেকে চলে এসেছিলেন। তাই মুম্বইতেই জন্ম হয় তাঁর।
রাজ কুমার– বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমারও কিন্তু একজন কাশ্মীরি পণ্ডিত ছিলেন। নাম বদলে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তাঁর আসল নাম কুলভূষণ পণ্ডিত। দেশভাগের আগে বর্তমান পাকিস্তানের লোরালইতে জন্ম হয়েছিল তাঁর।