বলিউডি বিয়ের ব‍্যাপারই আলাদা! কয়েক লক্ষ থেকে কোটি টাকা, দেখে নিন তারকাদের সবথেকে দামী মঙ্গলসূত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তারকাদের বিয়ে (wedding) মানেই এলাহি ব‍্যাপার। আগে পাঁচতারা হোটেল বা রিসর্টে বসত বিয়ের আসর। এখন নতুন ট্রেন্ড অনুযায়ী অনেকেই ডেস্টিনেশন ওয়েডিং করছেন। কয়েকদিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানেই খরচ হয় কয়েক কোটি টাকা। এনগেজমেন্ট রিং থেকে শুরু করে মঙ্গলসূত্র সবেতেই টাকা ওড়ান তারকারা। আজ চোখ বুলিয়ে নিন বলিউডে সবথেকে দামী মঙ্গলসূত্র (mangalsutra) অধিকারিণীদের তালিকায়-

দীপিকা পাডুকোন– ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। বলিউডের হেভিওয়েট বিয়েগুলির মধ‍্যে এটা অন‍্যতম। দীপিকার মঙ্গলসূত্রটির দাম প্রায় ২০ লক্ষ টাকা।


অনুষ্কা শর্মা– বলিউডে ডেস্টিনেশন ওয়েডিংয়ের সূত্রপাত সম্ভবত অনুষ্কাই করেছিলেন। স্বপ্নের মতো লোকেশনে বিয়ে সেরেছিলেন বিরাট অনুষ্কা। প্রায় ৫২ লক্ষ টাকার মঙ্গলসূত্র পরেন অভিনেত্রী।


সোনম কাপুর– বলিউডের ফ‍্যাশন কুইনের মঙ্গলসূত্রও যে একটু হটকে হবে তা বলা বাহুল‍্য। সোনম ও আনন্দের রাশির চিহ্ন খোদাই করা রয়েছে মঙ্গলসূত্রে। মাঝে রয়েছে একটি হীরের লকেট। মঙ্গলসূত্রটির দাম আনুমানিক ৫৫ লক্ষ টাকা।


ঐশ্বর্য রাই বচ্চন– বহু বছর আগে বিয়ে সারলেও সেই সময়ে অভিষেক ঐশ্বর্যর বিয়ে ছিল যাকে বলে ‘টক অফ দ‍্য টাউন’। বচ্চন পরিবারের বধূ হয়েছেন বিশ্বসুন্দরী অভিনেত্রী। দামী মঙ্গলসূত্র তো তিনি পরবেনই। ৪৫ লক্ষ টাকার গয়নাটিতে হীরে বসানো রয়েছে।


শিল্পা শেট্টি– নামী ব‍্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন শিল্পা। হীরে বসানো তাঁর মঙ্গলসূত্রটির দাম ৩০ লক্ষ টাকা।


পত্রলেখা– সদ‍্য সদ‍্য রাজকুমার রাওয়ের সঙ্গে বিয়ে সেরেছেন পত্রলেখা। বাঙালি বৌকে ১ লক্ষ ৬৫ হাজার টাকার মঙ্গলসূত্র দিয়েছেন অভিনেতা।


প্রিয়াঙ্কা চোপড়া– জনপ্রিয় সব‍্যসাচী মুখার্জির ডিজাইন করা মঙ্গলসূত্র পরেন নিক ঘরণী, যার দাম প্রায় কোটি টাকা।

সম্পর্কিত খবর

X