ভক্তদের গায়ে হাত তোলা থেকে অশ্লীল আক্রমণ, একটুতেই মাথা গরম এই বলিউড তারকাদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (bollywood) তারকাদের গরম মেজাজের কথা অনেকেই জানেন। পান থেকে চুন খসলেই ধৈর্য্যচ‍্যুতি ঘটে এমন অনেক তারকাই রয়েছেন বলিউডে। পারতপক্ষে এদের তেমন ঘাটানোর সাহস পান না কেউই।
অতিরিক্ত গরম মেজাজের জন‍্যই বেশ পরিচিত এই সকল জনপ্রিয় তারকারা। অনুরাগীদের সঙ্গে অত‍্যন্ত দুর্ব‍্যবহারও করেন এরা। এক নজরে দেখে নিন এই তালিকায় কারা কারা রয়েছেন-


জন আব্রাহাম– সিনেমায় অত‍্যন্ত ‘কুল’ চরিত্রে অভিনয় করলেও আসলে অনেকটাই আলাদা জন। বহুবার অভিনেতাকে দেখে ছবি তোলার জন‍্য ক‍্যামেরা নিয়ে এগিয়ে যেতে অপদস্থ হয়েছেন অনুরাগীরা। তাদের রীতিমতো ঘাড় ধরে সরিয়ে দিতে দেখা গিয়েছে জনকে।

আদিত‍্য নারায়ন– বিমানবন্দরের কর্মীদের সঙ্গে দুর্ব‍্যবহার করার জন‍্য সংবাদে শিরোনামে উঠে এসেছিলেন আদিত‍্য নারায়ন। অত‍্যন্ত অশ্লীল ভাষায় বিমানবন্দরের কর্মীদের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাঁকে।

জয়া বচ্চন– অনুরাগীদের সঙ্গে যে খুব একটা ভাল ব‍্যবহার করেন না তিনি তা অনেকেই জানেন। বহুবার ক‍্যামেরার সামনেই মেজাজ হারাতে দেখা গিয়েছে অমিতাভ পত্নিকে।

গোবিন্দা– এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ক‍্যামেরার সামনেই তাকে থাপ্পড় মারেন অভিনেতা। রীতিমতো ভাইরাল হয়েছিল সেই ভিডিও।


সলমন খান– সলমন খানের মেজাজ নিয়ে নতুন করে কিছুই বলার নেই। জানা যায়, অত‍্যন্ত ছোটখাট বিষয়েও খুব তাড়াতাড়িই মাথা গরম হয়ে যায় তাঁর। এক মহিলা সাংবাদিকের সঙ্গেও অত‍্যন্ত কটু ভাষায় তর্ক করতে দেখা যায় সলমনকে। তুমুল সমালোচিত হয়েছিলেন অভিনেতা। এমনকি এক সাংবাদিকের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েছিলেন ভাইজান।

বরুন ধাওয়ান– বেশ হাসিখুশি প্রাণোচ্ছল মেজাজে ধরা পড়লেও বরুনকেও দেখা গিয়েছে মেজাজ।হারাতে। এক ভক্ত ছবি তুলতে আসলে কিছুতেই ঠিক ভাবছ তুলতে পারছিলেন না। রেগেমেগে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিজেই ছবি তোলেন বরুন। অবশ‍্য পরে পরিস্থিতি হেসে সামালও দেন তিনি।

https://www.facebook.com/justfunpro/videos/1081796405555243/?d=null&vh=e

সম্পর্কিত খবর

X