বছর ভরের বিনোদন এবার হাতের মুঠোয়, OTT-তে আসছে এই ৫ বলিউড ছবি, ভুলেও মিস করবেন না

Published On:

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছর একগুচ্ছ ছবি (Cinema) উপহার দিয়েছে বলিউড। হরর কমেডি থেকে থ্রিলার কিংবা অ্যাকশন, সব ধরণেরই ছবি রয়েছে তালিকায়। বেশিরভাগ ছবিই হয়েছে হিট। সিনেমা হল ভর্তি করে দেখতে গিয়েছেন দর্শক। কিন্তু কেউ যদি মিস করে গিয়ে থাকেন, তাহলেও চিন্তা নেই। কারণ বছর শেষে বড়পর্দার ছবিগুলি (Cinema) এবার চলে আসছে OTT র স্ক্রিনে।

একগুচ্ছ ছবি (Cinema) মুক্তি পাচ্ছে ওটিটিতে

যুগের অগ্রগতির সঙ্গে আধুনিকতাও বাড়ছে পাল্লা দিয়ে। বেশিরভাগ ছবিই (Cinema) এখন বড়পর্দায় প্রথমে মুক্তি পেলেও তারপরে আসে ডিজিটালে। বাড়িতে নিজের সুবিধা মতো সিনেমা দেখার মজাই আলাদা। তাই অনেকে অপেক্ষাও করে থাকেন ছবিগুলি ওটিটিতে মুক্তি পাওয়া পর্যন্ত। কোন কোন ছবি (Cinema) আসছে ডিজিটালে, একবার চোখ বুলিয়ে নিন ঝটপট।

These bollywood cinema will release on ott

জিগরা- আলিয়া ভাট এবং বেদান্ত রায়নার ভাই বোনের সম্পর্কের গল্প বড়পর্দায় মুক্তি পেলেও তেমন ভাবে ছাপ ফেলতে পারেনি দর্শক মহলে। গত ১০ ই অক্টোবর বড়পর্দায় মুক্তি পেয়েছিল ছবিটি (Cinema)। ৬ ই ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা জিগরা।

ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও- রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির কমেডি ড্রামাটি বেশ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। রাজ শাণ্ডিল্য পরিচালিত ছবিটি ৭ ই ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ওটিটিতে।

সিংঘম এগেইন- রোহিত শেট্টির সিংঘম ফ্র্যাঞ্চাইজির ছবিটি চলতি বছরের সবথেকে বড় ছবিগুলির (Cinema) মধ্যে ছিল অন্যতম। অজয় দেবগণ ছাড়াও অক্ষয় কুমার, রণবীর সিং, অর্জুন কাপুর, দীপিকা পাডুকোনরাও ছিলেন এই ছবিতে। আগামী ২৭ শে ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি।

আরো পড়ুন :মেয়ে মিস ওয়ার্ল্ড জিতবে ভাবতেই পারেননি, প্রিয়াঙ্কাকে সামলাতে কী কাণ্ড করেছিলেন তাঁর বাবা মা!

ভুলভুলাইয়া ৩- ২০২৪ এর আরেকটি সুপারহিট ছবি। ভুলভুলাইয়া সিরিজের তৃতীয় ছবিতে (Cinema) একসঙ্গে ধরা দিয়েছেন মাধুরী দীক্ষিত এবং বিদ্যা বালান। চলতি বছরের ডিসেম্বরেই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

আরো পড়ুন :‘খুব কষ্ট, হয় আমাকে মরে যেতে হবে নয়তো…’ অশান্তির বাংলাদেশে কেমন আছেন ‘বেদের মেয়ে জোসনা’ অঞ্জু?

দ্য সবরমতী রিপোর্ট- গোধরা ট্রেন দুর্ঘটনার বাস্তব কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রান্ত মাসে, রিধি ডোগরা এবং রাশি খান্না। চলতি ডিসেম্বরেই সোনি লিভ এ মুক্তি পাওয়ার কথা ছবিটির।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X