সোনায় বাঁধানো কপাল, ফ্লপ ছবি দিয়ে ডেবিউ করেও আজ বলিউডে রাজত্ব করছেন এই তারকারা

বাংলাহান্ট ডেস্ক: ছবি হিট নাকি ফ্লপ (Flop), এর উপরে নির্ভর করে অভিনেতা অভিনেত্রীদের কেরিয়ার, স্টারডম। যে যত বড় ব্লকবাস্টার দিয়ে যত বেশি ব্যবসা করতে পারবে তার তত নাম। ইন্ডাস্ট্রির প্রথম সারিতে জায়গা পাওয়ার সুযোগও তত বেড়ে যায় এসব তারকাদের।

তবে সব সময় যে একই পদ্ধতি কাজে আসে এমন কোনো ব্যাপার নেই। বলিউডে (Bollywood) এমন অনেক তারকাই রয়েছেন যাদের শুরুটা হয়েছিল খুব খারাপ ভাবে। ফ্লপ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তারা। কিন্তু নিজের দমে, অভিনয় প্রতিভা দেখিয়ে আজ সুপারস্টার হয়ে উঠেছেন তাঁরা।

These bollywood superstars had flop debut

সলমন খান– নামী চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সলমন। আজ তাঁর একটা কথায় ইন্ডাস্ট্রিতে বড়সড় বদল চলে আসতে পারে। কিন্তু তিনি যখন কেরিয়ার শুরু করেছিলেন তখন কিন্তু পরিস্থিতি একেবারেই তাঁর অনুকূলে ছিল না। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন সলমন। প্রথম ছবি ফ্লপ হয়ে গিয়েছিল তাঁর। আর আজ গোটা দেশ তাঁকে চেনে ভাইজান হিসেবে।

These bollywood superstars had flop debut

অমিতাভ বচ্চন– শুধু বলিউড না, সমগ্র ভারতীয় সিনেমার গর্ব অমিতাভ বচ্চন। নিজের কয়েক দশকের উজ্জ্বল কেরিয়ারে ভারতীয় চলচ্চিত্রকে হাত উপুড় করে দিয়েছেন তিনি। কিন্তু জানলে অবাক হবেন এই মেগাস্টারেরও ডেবিউ ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ‘সাত হিন্দুস্তানি’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেন বিগ বি। সে ছবি ব্যবসা করতে পারেনি। বেশ স্ট্রাগল করেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আজ ৮০ তে পৌঁছেও কাজ করছেন অমিতাভ।

These bollywood superstars had flop debut

রণবীর কাপুর– ঋষি কাপুর পুত্র এখন বলিউডের তরুণ অভিনেতাদের মধ্যে বিশেষ ভাবে জনপ্রিয়। তাঁর ডেবিউ হয়েছিল ফ্লপ ‘সাওয়ারিয়া’র হাত ধরে। শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ এর সঙ্গে টক্করে ডুবে গিয়েছিল সাওয়ারিয়া। কিন্তু তারপর থেকে নিজের অভিনয় এবং হ্যান্ডসাম লুকের দৌলতে দ্রুত জনপ্রিয়তার সিঁড়িতে চড়ে গিয়েছিলেন রণবীর।

These bollywood superstars had flop debut

শ্রদ্ধা কাপুর– বলিউডের একাধারে সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী শ্রদ্ধা। অমিতাভের সঙ্গে ‘তিন পাত্তি’ ছবি দিয়ে ডেবিউ করেছিলেন তিনি। কিন্তু সেই ছবিটি তেমন চলেনি বক্স অফিসে। শ্রদ্ধার কেরিয়ারে সবথেকে বড় ব্রেক ছিল ‘আশিকি ২’। এই ছবিটির পর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।

These bollywood superstars had flop debut

ক্যাটরিনা কাইফ– বলিউডের বার্বি ডল নামে পরিচিত ক্যাটরিনা। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে এখনো বিতর্ক হলেও তিনি যে অত্যন্ত জনপ্রিয় সে বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। ক্যাটরিনার প্রথম ছবি ছিল ‘বুম’, যা বাজে ভাবে ফ্লপ হয়েছিল। তবে সলমনের দৌলতে কেরিয়ারে বড়সড় উত্থান হয়েছিল তাঁর।

These bollywood superstars had flop debut

করিনা কাপুর খান– ‘রিফিউজি’ ছবির হাত ধরে বলিউডে কেরিয়ার শুরু করেন করিনা। প্রথম ছবি ডুবে গেলেও তাঁর ফিল্মি কেরিয়ার যে খুবই চমকপ্রদ তা বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag

সম্পর্কিত খবর