বাংলাহান্ট ডেস্ক : বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর আগ্রহ থাকে আমজনতার। রূপোলি পর্দার মানুষগুলোর ব্যক্তিগত জীবন ঠিক কতটা বিলাসিতায় ভরা তা জানতে কে না চান! তারকাদের সেলিব্রিটি স্টেটাস বজায় রাখার অন্যতম মাধ্যম হল তাঁদের বাসস্থান (Bollywood House)। কে কত দামী বাড়ি কিনতে পারে তা নিয়ে যেমন টক্কর চলে, তেমনি তাঁদের বাড়িগুলির নামও হয় বেশ ভিন্ন ধরণের।
বলিউড তারকাদের ইউনিক বাড়ির (Bollywood House) নাম
কিছু কিছু বলিউড তারকার বাড়ির (Bollywood House) নাম এতটাই জনপ্রিয় যে অনুরাগীদের মুখে মুখে ঘোরে। অনেকের বাড়ির সামনে ভিড়ও জমে ভক্তদের। এই প্রতিবেদনে থাকল এমনি কিছু তারকাদের বাড়ির নাম এবং তাদের অর্থ-
মন্নত– শাহরুখ খানের বাড়িও (Bollywood House) তাঁর মতোই জনপ্রিয়। এমন একটি মানুষও হয়তো নেই যে মন্নতের নাম জানে না। ছয় তলা অট্টালিকাটি শাহরুখ কিনেছিলেন ২০০১ সালে। তখন অবশ্য এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। প্রথমে তিনি ঠিক করেছিলেন, এর নাম রাখবেন ‘জন্নত’। কিন্তু বাংলোটি কেনার পরেই তাঁর মনের ব ইচ্ছা একের পর এক পূরণ হতে শুরু করে। তাই তিনি এই বাংলোর নামকরণ করেন মন্নত।
প্রতীক্ষা– বচ্চন পরিবারের দুটি বাংলোর মধ্যে এটি অন্যতম। প্রথমে অমিতাভরা এই বাড়িতেই (Bollywood House) থাকতেন। তবে বাবা মায়ের মৃত্যুর পর প্রতীক্ষার কাছেই একটি বাংলো কিনে বিগ বি তার নাম দেন জলসা। বর্তমানে তাঁরা সেখানেই থাকেন। কিন্তু বাড়ির নাম প্রতীক্ষা কেন? কেবিসিতে এর উত্তরে অমিতাভ বলেছিলেন, নামটি দিয়েছিলেন তাঁর বাবা, নিজের কবিতার একটি লাইন থেকে।
রামায়ণ– বেশ ভিন্ন ধরণের নাম শত্রুঘ্ন সিনহা পরিবারের বাড়ির (Bollywood House), রামায়ণ। শুধু তাই নয়, তাঁদের পরিবারের প্রায় সকলের নামই রামায়ণের বিভিন্ন চরিত্রের নামে। এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছিলেন, শুধু তিনি এবং তাঁর মা পুনমের নামই ব্যতিক্রম। যেহেতু শত্রুঘ্নের আরো তিন ভাইয়ের নাম রাম, লক্ষ্মণ এবং ভরত, তাই তাঁদের বাড়ির নামকরণ করা হয়েছে রামায়ণ।
আরো পড়ুন : করিশ্মা-করিনা থেকে কীভাবে এল লোলো-বেবো? দুই বোনের ডাক নাম রহস্য নিজেই ফাঁস করলেন কাপুর কন্যা
শিব শক্তি– অজয় দেবগণের বাংলোর নাম শিব শক্তি। আসলে অভিনেতা নিজে মহাদেবের বড় ভক্ত। তাই তাঁর বাড়ির (Bollywood House) নামেও রয়েছে তাঁর আরাধ্যের নাম। এমনকি তাঁর শরীরেও রয়েছে শিবের ট্যাটু।
আরো পড়ুন : একই দিনে মুক্তি চার চারটি বাংলা ছবির! ডিসেম্বরে হল কাঁপাবেন দেব-শুভশ্রী-মিঠুনরা
কৃষ্ণারাজ বাংলো– বর্তমানে বাস্তু অ্যাপার্টমেন্টে থাকলেও খুব শীঘ্রই একটি আট তলা বাংলোতে শিফট করতে চলেছেন রণবীর, আলিয়া, নীতু কাপুর এবং ছোট্ট রাহা। কোটি কোটি টাকা খরচ করে এই বাড়িটি তৈরি করছেন তাঁরা। ঋষি কাপুরের বাবা মা রাজ কাপুর এবং কৃষ্ণা কাপুরের নামে নামকরণ হয়েছে এই বাংলোর।