বাংলাহান্ট ডেস্ক : বলিউডে বিয়ে ভাঙা (Bollywood Divorce) কার্যত জলভাতে পরিণত হয়েছে। এই অপবাদ অবশ্য শুধু বর্তমান প্রজন্মের উপরেই আছে এমন নয়। দীর্ঘদিন ধরেই সম্পর্কের ভাঙাগড়ার খেলা দেখে আসছে বলিউড ইন্ডাস্ট্রি। এমনকি কয়েক বছরের পুরনো বিয়েও এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা গিয়েছে। তবে যেমন ঘন ঘন বিচ্ছেদ হচ্ছে, তেমনি প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু থাকছে সুসম্পর্ক।
বিচ্ছেদের (Bollywood Divorce) পরেও এঁরা রেখেছেন ভালো সম্পর্ক
বিচ্ছেদ (Bollywood Divorce) মানেই তিক্ততা, এই ধারণা কাটিয়ে উঠেছেন বলিউড তারকারা। দুজন মানুষের চলার পথ আলাদা হয়ে যেতেই পারে, কিন্তু বন্ধুত্ব, ভালো সম্পর্ক বজায় রাখাই যায়। আবার অনেকে সমান দায়িত্ব নিয়ে মানুষ করছেন সন্তানদেরও। বলিউডে এমন উদাহরণ রয়েছে অনেক। কারা কারা রয়েছেন তালিকায়?
অনুরাগ কাশ্যপ-কালকি কোয়েচলিন- পরিচালক অনুরাগ কাশ্যপের দ্বিতীয় স্ত্রী ছিলেন কালকি। তাঁদের বিচ্ছেদের (Bollywood Divorce) পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। কিন্তু রয়ে গিয়েছে ভালো সম্পর্ক। সম্প্রতি অনুরাগের মেয়ের বিয়েতে এসে আসর মাতাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
ফারহান আখতার-অধুনা ভবানী- বছর ছয়েকের বড় অধুনার প্রেমে পড়ে বিয়ে করেছিলেন ফারহান। কিন্তু টেকেনি বিয়ে। তবে ভালো সম্পর্ক রয়ে গিয়েছে।
হৃতিক রোশন-সুজান খান- অভিনয় কেরিয়ার শুরু করেই সুজানকে বিয়ে করেছিলেন হৃতিক। দীর্ঘ ১৪ বছর সংসার করার পর আলাদা হয়ে যান তাঁরা। বর্তমানে দুজনেই আলাদা সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু সকলে মিলে একসঙ্গেই পার্টি করতে দেখা যায় তাঁদের।
আরবাজ খান-মালাইকা অরোরা- বহু বছর আগে বিচ্ছেদ (Bollywood Divorce) হয়েছে দুজনের। আলাদা আলাদা সম্পর্কে জড়িয়েছেন দুজনে। দ্বিতীয় বিয়েও করেছেন আরবাজ। তবে বন্ধুত্ব রয়ে গিয়েছে দুজনের।
আরো পড়ুন : শাহরুখ-কাজলের গোপন প্রেম! ভাঙতে বসেছিল বিয়ে, কীভাবে সংসার বাঁচান অজয়?
আমির খান-রীনা দত্ত- প্রথম স্ত্রী রীনার সঙ্গে এখনো ভালো সম্পর্ক রয়েছে আমিরের। কন্যা ইরার বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
আরো পড়ুন : এই বয়সেই এত বান্ধবী! ‘চ্যাম্পিয়ন’ ইউভানের কীর্তিতে গর্বিত রাজ-শুভশ্রী
আমির খান-কিরণ রাও- দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গেও খুব ভালো সম্পর্ক আমিরের। একসঙ্গে ছেলে আজাদকে বড় করছেন তাঁরা। পাশাপাশি একসঙ্গে কাজও করেন দুজনে।