হয়ে যান সতর্ক! এবার পাসপোর্ট পেতে হলে প্রয়োজন এই নথিগুলির, অন্যথায়….

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পাসপোর্ট (Passport) একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। গাড়ি চালানোর জন্য আপনার যেমন ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়, ঠিক তেমনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় পাসপোর্টের। এমতাবস্থায়, পাসপোর্ট পাওয়ার জন্য করতে হয় আবেদন। পাশাপাশি, প্রয়োজন হয় একাধিক নথিরও।

বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। এছাড়াও, নতুন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ঠিক কোন কোন নথিগুলির প্রয়োজন সেই বিষয়টিও জানানো হল। মাথায় রাখতে হবে যে, পাসপোর্টের জন্য আবেদন করার আগে আপনার কাছে এই নথিগুলি থাকা আবশ্যক। কারণ, এগুলি ছাড়া পাসপোর্ট পাওয়া কঠিন। তাই এই নথিগুলি অবশ্যই সাথে রাখুন।

নতুন পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথি:
১. যেকোনো পাবলিক সেক্টর ব্যাঙ্ক অথবা প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কিংবা আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছবি সহ পাসবুক
২. একটি ভোটার আইডি কার্ড
৩. আধার কার্ড
৪. বিদ্যুৎ বিল
৫. রেন্ট এগ্রিমেন্ট
৬. ড্রাইভিং লাইসেন্স
৭. প্যান কার্ড
৮. ল্যান্ডলাইন বা পোস্টপেইড মোবাইল বিল

আরও পড়ুন: হাওড়া-শিয়ালদহ লাইনে দুর্ভোগ, বাতিল একাধিক লোকাল, রুট পাল্টাল বহু ট্রেন! বিপদে পড়ার আগে দেখুন তালিকা

৯. গ্যাস কানেকশনের প্রমাণ
১০. স্বামী/স্ত্রীর পাসপোর্টের কপি (পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠা, যেখানে পারিবারিক বিবরণ রয়েছে এবং পাসপোর্ট হোল্ডারের স্বামী বা স্ত্রী হিসেবে আবেদনকারীর নাম উল্লেখ রয়েছে)
১১. লেটারহেডে প্রতিষ্ঠিত কোম্পানির নিয়োগকর্তার শংসাপত্র
১২. আয়কর নির্ধারণ আদেশ
১৩. স্কুল ছাড়ার শংসাপত্র
১৪. বার্থ সার্টিফিকেট
১৫. পাবলিক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন/কোম্পানির দ্বারা জারি করা পলিসি বন্ড যা বিমা পলিসি হোল্ডারের জন্ম তারিখ বহন করে

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! সৌরজগতের এই গ্রহেই রয়েছে এলিয়েন? চাঞ্চল্যকর তথ্য সামনে আনল NASA

অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাসপোর্টের জন্য নথি:
১. অভিভাবকদের অবশ্যই তাঁদের পাসপোর্টের আসল এবং নিজেদের সই করা কপি বহন করতে হবে।
২. অভিভাবকদের নামে বর্তমান ঠিকানার প্রমাণ
৩. যেকোনো পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক অথবা আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছবি সহ পাসবুক
৪. বার্থ সার্টিফিকেট

 These documents are required to get a passport

৫. পাবলিক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন/কোম্পানির দ্বারা জারি করা পলিসি বন্ড যা বিমা পলিসি হোল্ডারের জন্ম তারিখ বহন করে
৬. আধার কার্ড বা ই-আধার
৭. প্যান কার্ড
৮. স্কুল ছাড়ার শংসাপত্র / মাধ্যমিক বিদ্যালয় ত্যাগের শংসাপত্র
৯. দশম শ্রেণির মার্কশিট
বিশেষ দ্রষ্টব্য: জানিয়ে রাখি যে, এক্ষেত্রে মূল নথিগুলিও কাউন্টারে দিতে হবে। যা যাচাইয়ের পরে ফেরত দেওয়া হয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর