বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) যাই হয় তা নিয়েই খবর তৈরি হয়ে যায়। সেলিব্রিটিদের হাঁড়ির খবর জানার জন্য উদগ্রীব হয়ে থাকেন আমজনতা। বিশেষ করে কে কার সঙ্গে সম্পর্কে জড়ালেন, তাদের বৈবাহিক জীবন, পরকীয়ার (Extra Marrital Affair) মতো মুখরোচক খবর জানতে কার না ইচ্ছা হয়?
বিনোদন জগতে এমন কেচ্ছা, কেলেঙ্কারির অবশ্য অভাব নেই। বহু বছর ধরেই নামী সেলিব্রিটিরা বুক ফুলিয়ে পরকীয়া করে চলেছেন। বাড়িতে স্ত্রী, সন্তান থাকা সত্ত্বেও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, এমন তারকার সংখ্যা কম নয় ইন্ডাস্ট্রিতে। আজ এই প্রতিবেদনে রইল এমনি কিছু পরকীয়া সম্পর্কের কাহিনি যা চাঞ্চল্য ফেলেছিল বলিউডে-
আমির খান-ফতিমা সানা শেখ– নিঃসন্দেহে বলিউডের সবথেকে চর্চিত পরকীয়া সম্পর্কের তকমার দাবিদার এই দুই তারকা। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই দুজনের পরকীয়া সম্পর্কের গুঞ্জন তুঙ্গে ওঠে। ‘দঙ্গল’ ছবিতে অনস্ক্রিন কন্যা ফতিমার সঙ্গে আমিরের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ একাধিক বার মিলেছে।
অর্জুন কাপুর-মালাইকা অরোরা– খান পরিবারে বিয়ে হয়েছিল মালাইকার। কিন্তু ছেলে বড় হওয়ার পর স্বামী আরবাজকে ছেড়ে নিজের থেকে অনেক ছোট অর্জুনের প্রেমে পড়েন তিনি। আগে তাঁদের সম্পর্কটা পরকীয়ার তকমা পেলেও এখন দুজনে খুল্লমখুল্লা প্রেম করেন।
গোবিন্দা-রানি মুখার্জি– ‘হদ কর দি আপনে’ ছবির শুটিংয়ের সময়ে নাকি গোবিন্দার প্রেমে পড়েছিলেন রানি। কিন্তু তখন অভিনেতা বিবাহিত। এমনকি শোনা যায়, গোবিন্দা ও রানি নাকি এক ঘরে একসঙ্গে ধরাও পড়েছিলেন।
অক্ষয় কুমার-প্রিয়াঙ্কা চোপড়া– দুজনেই একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু তাঁদের একে অপরের সঙ্গে সম্পর্কটাই সবথেকে চর্চিত ছিল। প্রিয়াঙ্কার উপরে একাধিক বার সংসার ভাঙার অভিযোগও উঠেছে।
অজয় দেবগণ-কঙ্গনা রানাওয়াত– ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’ এর শুটিংয়ের সময়েই নাকি বিবাহিত অজয়ের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী। যদিও একথা কেউই কখনো স্বীকার করেননি।
শাহরুখ খান-প্রিয়াঙ্কা চোপড়া– কিং খানের প্রেমে নাকি পাগল ছিলেন পিগি চপস। সাড়া দিয়েছিলেন শাহরুখও। এমনকি কানাঘুঁষো শোনা যায়, প্রিয়াঙ্কার বাবার মন রাখতে গোপনে অভিনেত্রীকে বিয়েও করেছিলেন শাহরুখ। পরে অবশ্য অভিনেতা সবটাই গুজব বলে উড়িয়ে দেন।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই