বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) জন্য ভারতীয় দল। যেখানে রয়েছেন মহম্মদ সিরাজ থেকে শুরু করে শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়রা। তবে, দলে নির্বাচিত হলেও এই খেলোয়াড়দের প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। বর্তমান প্রতিবেদন এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
সঞ্জু স্যামসনের আগে সুযোগ পাবেন ঋষভ পন্থ: T20 বিশ্বকাপে ভারতীয় দলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। তবে, উইকেটরক্ষকের জন্য সঞ্জু দ্বিতীয় বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন। যার ফলে, প্লেয়িং ইলেভেনে জায়গা পাওয়ার বিষয়টি তাঁর ক্ষেত্রে দুর্বল হতে পারে। সঞ্জুর আগে ঋষভ পন্থকে পরীক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট। এর পেছনে একটি বড় কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সঞ্জু স্যামসনের ধারাবাহিকতার অভাব। IPL-এ এই মুহূর্তে সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন সঞ্জু। তিনি এই মরশুমে ৪ টি অর্ধশতক হাসিল করেছেন। তবে, আমরা যদি টিম ইন্ডিয়ার জন্য ঋষভ পন্থের পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে তিনি সঞ্জুর চেয়ে অনেকটাই এগিয়ে থাকবেন।
জাদেজার পরিবর্তে কি অক্ষরকে বিশ্বাস করবেন রোহিত: অলরাউন্ডার অক্ষর প্যাটেলও T20 বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। অক্ষর ছাড়াও দলে একজন স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজাও। এমন পরিস্থিতিতে রোহিত শর্মা এই দু’জনের মধ্যে কাকে প্লেয়িং ইলেভেনে রেখে প্রথমে চেষ্টা করবেন তা ভাবার বিষয়। আমরা যদি টিম ইন্ডিয়ার হয়ে T20 ক্রিকেটে অক্ষর এবং জাদেজার পারফরম্যান্সের দিকে তাকাই, সেক্ষেত্রে প্রায় একই রকম পারফরম্যান্স পরিলক্ষিত হবে। তবে, ফিল্ডিং উভয়ের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। তা সত্বেও, রোহিত শর্মা প্রথমে রবীন্দ্র জাদেজাকে বিশ্বাস করবেন বলে অনুমান করা হচ্ছে। এর পেছনে একটি বড় কারণ হতে পারে টিম ইন্ডিয়ার হয়ে তিনটি ফরম্যাটেই জাদেজার পারফরম্যান্স এবং অভিজ্ঞতা। এমন পরিস্থিতিতে অক্ষর প্যাটেলও T20 বিশ্বকাপে হয়তো জলবাহক হয়ে থেকে যেতে পারেন।
আরও পড়ুন: ফুলের রাজ্য! উত্তরপ্রদেশের বিমানবন্দর দেখে “হাঁ” পিটারসেন, ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রীর
হার্দিক ও শিবমের মধ্যে কাকে বেছে নেবেন রোহিত: IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো ব্যাটিং করা শিবম দুবেকেও ভারতের T20 বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন শিবম দুবে। এদিকে, হার্দিক পান্ডিয়াও দলের একজন ফাস্ট বোলার অলরাউন্ডার এবং তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্লেয়িং ইলেভেনে জায়গা করা শিবমের জন্য খুব কঠিন মনে হচ্ছে।
আরও পড়ুন: T20 বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার শক্তি ও দুর্বলতা ঠিক কি? কে হবেন রোহিতের এক্স ফ্যাক্টর প্লেয়ার?
ছন্দে নেই মোহাম্মদ সিরাজ: T20 বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াতে ফাস্ট বোলার হিসেবে মোহাম্মদ সিরাজের সাথে জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংকে বেছে নেওয়া হয়েছে। সিরাজ তাঁর ফর্মে নেই। IPL-এ তিনি এখনও পর্যন্ত ফ্লপ হয়েছেন। এমন পরিস্থিতিতে বুমরাহ সহ বাঁহাতি পেসার অর্শদীপের দাবি জোরালো হয়ে উঠছে। তৃতীয় ফাস্ট বোলারের ভূমিকায় দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে।