বড় খবর! ১৫ ডিসেম্বর থেকে পরিবর্তিত হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, এই সরকারি কর্মচারীরা হবেন উপকৃত

Published on:

Published on:

These government employees will benefit from the rules changing.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে Ex-Servicemen Contributory Health Scheme তথা ECHS এবার চিকিৎসার মূল্যে একটি বড় পরিবর্তন এনেছে। মূলত, এই প্রকল্প এবার কেন্দ্রীয় সরকারের নতুন CGHS হার প্যাকেজ গ্রহণ করবে। গত ৩ অক্টোবর, ২০২৫ তারিখে স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, এই নতুন হার আগামী ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। এর ফলে প্রাক্তন সৈনিক (Government Employees) এবং তাঁদের পরিবারের সদস্য যাঁরা ECHS-প্যানেলভুক্ত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তাঁরা সরাসরি লাভবান হবেন। নতুন নিয়মের অধীনে, সমস্ত OPD-IPD পরিষেবা এবং মেডিকেল রিএম্বার্সমেন্ট দাবির জন্য সরাসরি CGHS-এর আপডেট করা হারে চার্জ করা হবে।এছাড়াও, সার্ভিস পেনশনার্স এবং অন্যান্য যোগ্য সুবিধাভোগীর ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পূর্বের মতোই জারি থাকবে।

এই সরকারি কর্মচারীরা (Government Employees) হবেন উপকৃত:

বিস্তারিত: জানিয়ে রাখি যে, নতুন হারে সবচেয়ে বড় পরিবর্তনগুলি হাসপাতালের মান এবং শহরের বিভাগের ওপর ভিত্তি করে করা হয়েছে। NABH বা NABL স্বীকৃতি ছাড়া হাসপাতালগুলি ১৫ শতাংশ হার হ্রাস পাবে। সুপার-স্পেশালিটি হাসপাতালগুলি স্বাভাবিক NABH হারের চেয়ে ১৫ শতাংশ বেশি পাবে। এদিকে, টায়ার-২ শহরগুলির জন্য হার টায়ার-১ শহরগুলির তুলনায় ১০ শতাংশ কম এবং টায়ার-৩ শহরগুলির ক্ষেত্রে ২০ শতাংশ কম হবে। উত্তর-পূর্ব রাজ্যগুলি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে টায়ার-২ বিভাগে রাখা হয়েছে। এর অর্থ হল, হাসপাতালের অবস্থান এবং মান এখন চিকিৎসার মোট খরচ নির্ধারণ করবে।

These government employees will benefit from the rules changing.

এদিকে, ওয়ার্ড ভেদে দামও পরিবর্তিত হয়। সমস্ত নতুন প্যাকেজের হার Semi-Private ওয়ার্ডের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে। সাধারণ ওয়ার্ডে ভর্তির জন্য যোগ্য রোগীরা ৫ শতাংশ ছাড় পাবেন। যেখানে বেসরকারি ওয়ার্ডে ভর্তি রোগীদের ক্ষেত্রে ৫ শতাংশের বৃদ্ধি ঘটবে। তবে, প্রত্যেক ওয়ার্ডে ওপিডি পরামর্শ, রেডিওথেরাপি, পরীক্ষা, ডে-কেয়ার এবং ছোটখাটো পদ্ধতির দাম একই থাকবে। এছাড়াও, ক্যান্সার রোগীদের অস্ত্রোপচারের জন্য পুরনো CGHS হারে চার্জ করা হবে। যেখানে কেমোথেরাপি, পরীক্ষা এবং রেডিওথেরাপির জন্য নতুন হারে চার্জ করা হবে।

আরও পড়ুন: ৯০০ বছরের পুরনো শিবমন্দিরকে ঘিরে বিবাদ! যুদ্ধবিরতি ভেঙে ফের লড়াই শুরু এই দুই দেশের

ফর্মুলা: উল্লেখ্য যে, ECHS ইতিমধ্যেই হার গণনার সূত্রটিও স্পষ্ট করেছে। মনে করুন, A প্যাকেজের মূল দামের ক্ষেত্রে সাধারণ ওয়ার্ডের জন্য বিলের সঙ্গে A মাইনাস ৫ শতাংশ, Semi-Private ওয়ার্ডের জন্য A এবং বেসরকারি ওয়ার্ডের জন্য A প্লাস ৫ শতাংশ যোগ করা হবে। রোগীর ECHS কার্ডে লেখা ওয়ার্ড এনটাইটেলমেন্ট অনুসারে হাসপাতাল এই গণনা করবে।

আরও পড়ুন: আধার ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার বাড়িতে বসেই কয়েক মিনিটে করা যাবে এই গুরুত্বপূর্ণ কাজ

জানিয়ে রাখি যে, দেশজুড়ে ECHS একটি অন্যতম প্রধান সরকারি প্রকল্প হিসেবে বিবেচিত হয়।যেটি প্রাক্তন সৈনিক এবং তাঁদের পরিবারকে সাশ্রয়ী মূল্যের, সুসংগঠিত এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদান করে। এটির মাধ্যমে সামরিক হাসপাতাল থেকে শুরু করে পলিক্লিনিক এবং বেসরকারি প্যানেল হাসপাতালের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসা পাওয়া যায়।