সাবধান! ট্রেনে এই জিনিসগুলি নিয়ে ওঠা একেবারে নিষিদ্ধ, অন্যথায় পড়বেন চরম বিপাকে

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে সর্বাধিক জনপ্রিয় গণ পরিবহনের মধ্যে অন্যতম রেলওয়ে (Indian Railways)। লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে ট্রেনে। তাদের প্রত্যেকের সফর যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্য পূর্ণ হয় তার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে রেলের (Indian Railways)। ট্রেনে নিশ্চিন্তে সফর করতে হলে সেইসব নিয়ম মেনে চলতে হয় যাত্রীদের। অন্যথায় হবে মোটা অঙ্কের জরিমানা।

ট্রেনে (Indian Railways) এই জিনিসগুলি নিয়ে ওঠা যায় না

কিছু নির্দিষ্ট জিনিস রয়েছে যেগুলি নিয়ে ট্রেনে সফর করা নিষিদ্ধ। এর মধ্যে অন্যতম হল বাজি। বারুদ, বোম জাতীয় কোনও জিনিস যেগুলি বিষ্ফোরক বা দাহ্য, তা নিয়ে ট্রেনে (Indian Railways) সফর করা যায় না। এগুলি নিয়ে ট্রেনে উঠলে এবং তারপর ধরা পড়লে বড়সড় জরিমানা হতে পারে। ট্রেনে অ্যাসিড বা অ্যাসিড জাতীয় দ্রব্য নিয়েও ওঠা যায় না। এতে রেলওয়ে আইনের ১৬৪ ধারায় ১ হাজার টাকা জরিমানা বা ৩ বছরের কারাদণ্ড হতে পারে।

These items are banned to take in Indian Railways

তালিকায় কোন কোন জিনিস: ট্রেনে (Indian Railways) ছোট বড় কোনও গ্যাস সিলিন্ডারই নিয়ে ওঠার নিয়ম নেই। নিষিদ্ধ স্টোভ নিয়ে ওঠাও। গ্যাস সিলিন্ডার নিয়ে উঠতে গেলেও আগে থেকে অনুমতি নিতে হয়, তাও আবার সিলিন্ডার খালি থাকলেই মেলে অনুমতি। শুকনো নারকেলের বাইরের অংশ দাহ্য হওয়ায় ট্রেনে শুকনো নারকেল নিয়ে উঠলেও হয় জরিমানা।

আরও পড়ুন : কলকাতা সাক্ষী থেকেছে উত্থানের, ‘শাহেনশা’ হওয়ার আগে অমিতাভের বেতন কত ছিল জানেন?

নিয়ম না মানলে কী ব্যবস্থা: ট্রেনের (Indian Railways) এসি স্লিপার, এসি চেয়ার কার, স্লিপার ক্লাস এবং সেকেন্ড ক্লাস কোচে পোষ্য কুকুর নিয়ে যাওয়ার অনুমতি নেই। সেক্ষেত্রে কুপের টিকিট কাটতে হয়। তবেই মেলে পোষ্য নিয়ে যাওয়ার অনুমতি।

আরও পড়ুন : মাত্র ৩ মাসেই বিদায় ঘন্টা, পুজোর পরে নতুন সিরিয়াল নিয়ে চমক খ্যাতনামা পরিচালকের

রেলের নিয়ম অনুযায়ী, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনে একটি নির্দিষ্ট ওজন সীমা পর্যন্ত মাল নিয়ে যাওয়া যায়। তার বেশি ওজনের মাল হলে অতিরিক্ত টাকা দিতে হয়। ট্রেনে স্কুটার বা সাইকেল নিয়েও ওঠার নিয়ম নেই।