টাকাটাই সব নয়, বিনা পারিশ্রমিকে কাজ করে মানবিক দিক দেখিয়েছেন এই তারকারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) এক একটি ছবি তৈরিতে খরচ হয় কোটি (Crore) কোটি টাকা। অভিনেতা অভিনেত্রীরাও পারিশ্রমিক (Salary) হিসেবে চেয়ে বসেন বেশ বড়সড় একটা অঙ্ক। তবে এর ব্যতিক্রমও যে নেই এমনটা কিন্তু নয়। এমন একাধিক তারকা রয়েছেন যারা বিনা পারিশ্রমিকেই কাজ করেছেন সিনেমায়।

অনেক সময়েই প্রযোজনা সংস্থার বাজেটের বাইরে চলে যায় ছবি তৈরির খরচ। অতিরিক্ত টাকাটা জোটানো সম্ভব হয়ে ওঠে না। তখন মানবিক দিক দেখিয়েই অনেক তারকা পারিশ্রমিক নিতে অস্বীকার করেন। আবার অনেক সময় অন্য কারণও থাকে নেপথ্যে। কোন কোন তারকা বিনা পারিশ্রমিকে করেছেন কাজ জেনে নিন ঝটপট-

deepika padukone

দীপিকা পাডুকোন– বর্তমানে বলিউডের সবথেকে সফল নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। তবে জানলে অবাক হবেন, এই ছবির জন্য একটা পয়সাও নেননি দীপিকা। তিনি বলেছিলেন, প্রথম ছবিতেই শাহরুখের বিপরীতে কাজ করার সুযোগ পাচ্ছেন। এটাই তাঁর কাছে বড় ব্যাপার।

259919 rani mukerji

রানি মুখার্জি– কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বহু ছবিতে কাজ করেছেন রানি। বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে তাঁর অভিনীত ছবিগুলি আজো জনপ্রিয় হয়ে রয়েছে। এমনি একটি ছবি হল ‘কুছ কুছ হোতা হ্যায়’। এই ছবিটির জন্য কোনো পারিশ্রমিক নেননি রানি। শুধুমাত্র করন জোহরের জন্যই ছবিটি করেছিলেন তিনি।

সোনম কাপুর– অনিল কাপুর কন্যার কেরিয়ারে কিছু হিট ছবি রয়েছে যেগুলোতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে দেখা গিয়েছিল সোনমকে। মাত্র ১১ টাকার বিনিময়েই এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কারণ মিলখা সিংয়ের মতো একজন কিংবদন্তির বায়োপিকে অভিনয় করতে পেরেই আপ্লুত ছিলেন সোনম।

শাহিদ কাপুর– বিনা পারিশ্রমিকে কাজ করেছেন শাহিদও। ‘হায়দার’ ছবিতে পাওয়া গিয়েছিল সম্পূর্ণ অন্য শাহিদকে। কিন্তু ছবিতে পরিচালক বিশাল ভরদ্বাজের বাজেট নিয়ে সমস্যার কথা জানতে পেরে কোনো টাকা নেননি তিনি।

shahrukh khan tweet

শাহরুখ খান– গত বছর আর মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন কিং খান। এর জন্য একটা টাকাও নিতে রাজি হননি তিনি।

সলমন খান– ‘পাঠান’ ছবিতে সলমনের ক্যামিও ছিল টক অফ দ্য টাউন। কিন্তু বন্ধুর কামব্যাক ছবিতে কাজ করার জন্য কোনো টাকাই নেননি সল্লু ভাই।

hd wallpaper angry man hair nice cool ranbir kapoor man

রণবীর কাপুর– সদ্য মুক্তি পেয়েছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর। কিন্তু এই ছবির শুটিংয়ের সময় পরিচালক লভ রঞ্জনের বাজেট নিয়ে সমস্যার কথা জানতে পেরে একটাও টাকা নেননি তিনি।

X