বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর অর্থাৎ ২০২৫ সাল প্রায় শেষের পথে। তবে, এই বছরটি টাটা গ্রুপের (Tata Group) একাধিক কোম্পানির জন্য খুব একটা ভালো ছিল না। চলতি বছর টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড (TCS) থেকে শুরু করে ট্রেন্ট লিমিটেড, দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL), ভোল্টাস এবং তেজাস নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারের দাম ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। যার কারণে গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ প্রায় ৫.৫ লক্ষ কোটি টাকা কমেছে।
টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানিগুলি হয়েছে প্রভাবিত:
মার্কেট ক্যাপে বিপুল পতন: টাটা গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ এখন কমে ২৫.৫৭ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ছিল ৩১.০৯ লক্ষ কোটি টাকা। যেখানে ১৭.৭৬ শতাংশের বিরাট পতন ঘটেছে।

কোন কোম্পানিগুলি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে: জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের অন্যতম প্রধান কোম্পানি, TCS-এর শেয়ারের দাম ২১ শতাংশ কমেছে। গ্রুপের মার্কেট ক্যাপ হ্রাসে শুধুমাত্র এই কোম্পানিটিরই ৩.১০ লক্ষ কোটি টাকার অবদান রেখেছে। গত ১ বছরে এই কোম্পানির শেয়ারের দাম ২৭ শতাংশেরও বেশি কমেছে। এদিকে, গত ২ বছরে টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারের দাম ১১ শতাংশ কমেছে। এছাড়াও, ট্রেন্ট লিমিটেডের শেয়ারের দাম এই বছর ৪১ শতাংশ কমেছে। যার ফলে এই সংস্থার মার্কেট ক্যাপ ১ লক্ষ কোটি টাকা কমেছে।
আরও পড়ুন: ২০২৬-এর ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন? রাখঢাক না রেখে সংসদে কী জানাল সরকার?
এই কোম্পানিগুলিও ক্ষতির সম্মুখীন: এদিকে, IHCL-এর শেয়ারের দাম ১৮ শতাংশ কমেছে। ২০২৫ সালে তেজাস নেটওয়ার্কস লিমিটেডের মার্কেট ক্যাপ ৬০ শতাংশ কমেছে। অপরদিকে, টাটা টেকনোলজিস লিমিটেডের শেয়ারের দাম ২৫ থেকে ২৬ শতাংশ কমেছে। এছাড়াও, টাটা টেলিসার্ভিসেস থেকে শুরু করে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড, ওরিয়েন্টাল হোটেলস লিমিটেড, নেলকো লিমিটেডের শেয়ারের দাম ৩৮ শতাংশ পর্যন্ত কমেছে।
আরও পড়ুন: পাকিস্তানের মতো বাংলাদেশেও উপস্থিত ভয়াবহ সঙ্কট! ঋণের ফাঁদে জর্জরিত ইউনূসের দেশ
এই কোম্পানিগুলির শেয়ারের দাম বেড়েছে: তবে, টাইটান কোম্পানি লিমিটেড, টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এবং টাটা স্টিলের শেয়ারের দাম ১৫ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিগুলি গ্রুপের মার্কেট ক্যাপে ১ লক্ষ কোটি টাকা যুক্ত করেছে।
(সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন)।












