বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে বারে বারেই নিজেদের পরিষেবা উন্নত করতে থাকে ভারতীয় রেলওয়ে (Indian Railway)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সফর করে লোকাল এবং দূরপাল্লার ট্রেনে। বিশেষ করে দূরপাল্লার সফরগুলি যাতে যাত্রীদের কাছে আরও আরামদায়ক হয় তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসে ভারতীয় রেল (Indian Railway)।
নানান সুযোগ সুবিধা পেয়ে থাকেন ভারতীয় রেলের (Indian Railway) যাত্রীরা
বিভিন্ন শ্রেণির যাত্রীদের জন্য আলাদা আলাদা কোচের বন্দোবস্ত রয়েছে রেলে (Indian Railway)। জেনারেল স্লিপার থেকে এসি ফার্স্ট ক্লাস, টু টায়ার, থ্রি টায়ার রয়েছে ট্রেনে। এর মধ্যে স্বাভাবিক ভাবেই এসি কোচে সুযোগ সুবিধা বেশি। এই কোচগুলিতে মেলে বেড রোল। প্রত্যেক যাত্রীকেই দেওয়া হয় বিছানার চাদর, বালিশ, কম্বল এবং তোয়ালে।
এই জিনিসগুলি আনা যায় না ট্রেন থেকে: আইআরসিটিসি থেকে যাত্রীদের সিটেই সরবরাহ করা হয় বেডরোল। এর চার্জও অন্তর্ভুক্ত থাকে টিকিটের দামের মধ্যে। তবে চার্জ দেওয়া হলেও ট্রেন (Indian Railway) থেকে কিছু কিছু জিনিস বাড়িতে নিয়ে আসা যায় না মোটেই। অন্যথায় মোটা জরিমানা তো বটেই, হতে পারে জেলও! কী কী জিনিস আনা যায় না ট্রেন থেকে জানেন?
আরও পড়ুন : সোনার দাম যেন অশ্বমেধের ঘোড়া, ৬ বছরে বেড়েছে ২০০%, আগামী ৫ বছরে কত ছোঁবে হলুদ ধাতুর দর?
ধরা পড়লে কী হবে জানেন: ট্রেনে দেওয়া বেডরোল বাড়িতে নিয়ে আসা যায় না কোনোভাবেই। ভারতীয় রেলে (Indian Railway) দেওয়া বিছানার চাদর, কম্বল রেলওয়ের সম্পত্তি। এগুলির জন্য আলাদা ভাবে চার্জ দেওয়া হলেও সেগুলি বাড়িতে নিয়ে আসার অনুমতি নেই। এগুলি চুরি করলে ১৯৬৬ র রেলওয়ে সম্পত্তি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যায়। কী শাস্তি হতে পারে এক্ষেত্রে?
আরও পড়ুন : “জাতীয় সঙ্গীত রচিত ২০১১ সালে, ‘কারার ওই লৌহকপাট’ কবিগুরুর লেখা”, নতুন করে ইতিহাস শেখালেন TMC নেতা
জানিয়ে রাখি, ট্রেনে দেওয়া বেডরোল চুরি করতে গিয়ে ধরা পড়লে তাকে ১০০০ টাকা জরিমানা দিতে বলা হয়। তা দিতে না পারলে বা অস্বীকার করলে ১ বছরের জেল হতে পারে। আর কেউ যদি একই কাজ করতে গিয়ে ফের ধরা পড়েন সেক্ষেত্রে জরিমানা এবং ৫ বছর পর্যন্ত জেল দুটোই হতে পারে।