যোগ্য নন, কিন্তু জয় শাহের রাজ্যের হওয়ায় পেয়েছেন অতিরিক্ত সুযোগ! নিশানায় এই ৩ ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হতাশা এখন অতীত। এবার সময় পরবর্তী সিরিজগুলিতে ভালো পারফরম্যান্স করে ইতিবাচকভাবে এগিয়ে চলার। সেই লক্ষ্যে তাদের প্রথম পদক্ষেপ হলো ক্যারিবিয়ান সফর। সেই সফরের ওডিআই ও টেস্ট সিরিজের দল কিছুদিন আগে ঘোষণা করেছে বিসিসিআই। সকলের সুবিধার জন্য সামনে তুলে ধরা হলো।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেট-রক্ষক), ইশান কিষাণ (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনদকাট, নভদীপ সাইনি

ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ইশান কিষান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার

এই তালিকায় এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা এই স্কোয়াডগুলিতে সুযোগ পেয়েছেন বলে অনেকে মনে করেন। তবে এই অভিযোগ নতুন কিছু নয়। ভারতীয় দলে এর আগেও পক্ষপাতিত্বের ভিত্তিতে কিছু ক্রিকেটারের সুযোগ পাওয়ার অভিযোগ উঠেছে। জয় শাহের ওপর এই অভিযোগ উঠেছে বারংবার। এই প্রতিবেদনে আমরা দেখে নেবো সেই ৩ ক্রিকেটারকে যাদের মাথায় জয় শাহের আশীর্বাদের হাত ছিল বলে তাদের উন্নতি হয়েছে বলে মনে করেন অনেকে।

hardik batting

১. হার্দিক পান্ডিয়া: এই মুহূর্তে তিনি দেশের জার্সিতে অসাধারণ ছন্দে রয়েছেন এবং অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছেন। কিন্তু ভারতীয় দলে যত তিনি এমন সময়ও কাটিয়েছেন যখন একজন অলরাউন্ডার হিসেবে তিনি প্রভাব ফেলতে পারছিলেন না। কিন্তু তাও সুযোগের পর সুযোগ পেয়ে গিয়েছেন। চোটের জন্য দীর্ঘদিন তাকে মাঠের বাইরেও থাকতে হয়েছে। অনেকে ক্ষেত্রে এমন হয় যে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর তাকে আর দলে ফেরানোর কথা ভাবে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু হার্দিকের ক্ষেত্রে এমনটা হয়নি। অনেকেই মনে করেন জন্মসূত্রে গুজরাটের ছেলে হওয়ায় জয় শাহের তরফ থেকে এমন সুবিধা পেয়েছেন তিনি।

bumrah rested

২. যশপ্রীত বুমরা: গত কয়েক বছরে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার। টেস্ট ফরম্যাটে করেছেন অধিনায়কত্বও। এমনকি চোটের জন্য তিনি বর্তমানে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকলেও মনে করা হচ্ছে তিনি সুস্থ হওয়া মাত্র ঘরোয়া ক্রিকেট না খেলেই ফিট সরাসরি ভারতীয় দলের সুযোগ পাবেন। এমন সুযোগ-সুবিধা পাওয়ার পেছনে একটা বড় কারণ হলো জয় শাহের অনুগ্রহ, এমনটা অনেকে মনে করেন। জন্মসূত্রে পাঞ্জাবি হলেও গোমরা বড় হয়েছেন গুজরাটের আহমেদাবাদ। সেই জন্যই কি বিসিসিআই সচিবের তার প্রতি এত অনুগ্রহ?

axar dk

৩. অক্ষর প্যাটেল: গত এক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করা অক্ষর প্যাটেল ভারতীয় দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। কিন্তু একটা সময় এমন ছিল যখন তিনি ধারাবাহিক ছিলেন না। কিন্তু আরও অনেক তারকার মতো কখনোই ভারতীয় নির্বাচকদের রেডারের পুরোপুরি বাইরে চলে যাননি তিনি। অনেকে মনে করেন গুজরাট থেকে ক্রিকেট খেলে বড় হয়ে ওঠার একটা বড় কারণ যার জন্য তিনি জয় শাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর