মাসে ১০ হাজার জমাতে পারলেই বাজিমাত!৩ বছরেই ৬ লাখ? বিনিয়োগ করুন এই তিন মিউচুয়াল ফান্ডে

   

বাংলাহান্ট ডেস্ক : পাবেন বিরাট অংকের রিটার্ন, সঙ্গে বাঁচবে কর। এই সকল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের লাভ হবে বিপুল। করও বাঁচবে। এই মিউচুয়াল ফান্ডগুলিকে ট্যাক্স সেভিং ফান্ড বা ELSS ফান্ড বলা হয়। ইকুইটি মিউচুয়াল ফান্ডেরই একটি ধরন এটি। এতে থাকছে ৩ বছরের লক-ইন পিরিয়ড। তবে বেশ কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে বিনিয়োগ করে তিন বছরের মাথায় প্রচুর অংকের রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

প্রায় দ্বিগুনের কাছাকাছি টাকা পেয়েছেন বলে খবর। ELSS ক্যাটাগরিতে বিনিয়োগ (Investment) করার পর এক বছরে ৪১.৭৫ শতাংশ রিটার্ন পাওয়া গিয়েছে। পাশাপাশি তিন বছরে ১৯.৭৯ শতাংশ এবং ৫ বছরে ১৯.৪৯ শতাংশ রিটার্ন পাওয়া গেছে। SBI Long Term Equity Fund Direct Plan থেকেই এসেছে সবচেয়ে বেশি অংকের রিটার্ন। ১১ বছরের হিসেবে প্রায় ১৭.৯৪ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

আরোও পড়ুন : আহা! এবার পড়ুয়াদের জন্য আসছে ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’ আইটেমের ব্যবস্থা, নয়া চমক মিড ডে মিলে

এসবিআইয়ের SBI Long Term Equity Fund Direct Plan নামক মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) মাসে ১০ হাজার টাকা যদি বিনিয়োগ করেন, তাহলে তিন বছরের মাথায় ৬ লাখ ১৯ হাজার ৪৮২ টাকা রিটার্ন পেতেন। দ্বিতীয় নম্বর এই রয়েছে Quant ELSS Tax Saver Fund Direct Plan। এই মিউচুয়াল ফান্ডে মাসে ১০ হাজার টাকা জমিয়ে তিন বছরের মাথায় পাওয়া গিয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৪৩০ টাকা।

IMG 20210626 161658

এরপরে যে মিউচুয়াল ফান্ডের নাম আছে তা হল Motilal Oswal ELSS Tax Saver Fund Direct Plan। এই মিউচুয়াল ফান্ডে ১০ হাজার টাকার SIP-তে ৬ লাখ ১৫ হাজার ৬৯ টাকা রিটার্ন পাওয়া গিয়েছে। প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র বিনিয়োগকারীদের জানানোর উদ্দেশ্যে দেওয়া। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। তাই অর্থ বিনিয়োগ করার আগে সব সময় নথিপত্র ভালো করে খতিয়ে দেখে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরেই বিনিয়োগ করুন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর