বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যাত্রীদের সুবিধার্থে এবং তাঁদের সফরের সময়ে স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে রেল (Indian Railways)। শুধু তাই নয়, দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনের প্রসঙ্গেও নতুন করে চিন্তাভাবনা শুরু করা হচ্ছে। ঠিক এই আবহেই একটি বড় খবর সামনে এসেছে। এমনিতেই, আপাতত মুম্বাইতে বহু লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস কামরার ব্যবস্থা রয়েছে।
এই কামরার দৈনিক ভাড়া বেশি হলেও যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের ক্ষেত্রে সেখানে বিশেষ কিছু সুযোগ-সুবিধা থাকে। এদিকে মুম্বাই লোকালের আদলেই পশ্চিমবঙ্গেও লোকাল ট্রেনে এক বিশেষ ধরণের কামরা আনার পরিকল্পনা ছিল পূর্ব রেলের। পাশাপাশি, এই বিষয়ে জল্পনা শুরু হলেও এই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি। তবে, এবার একটি বড় আপডেট পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে এখনই জেনে নিন ছুটির দিন
পূর্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী মূলত জানা গিয়েছিল মাতৃভূমি লোকালে এই বিশেষ কামরার জন্য কাজ চালাচ্ছিল রেল। এমনকি, পাইলট প্রকল্প হিসেবে শিয়ালদহ-রানাঘাট রুটের মাতৃভূমি লোকালে এই কামরা চালু করার বিষয়টিও সামনে এসেছিল। দুর্গাপূজোর আগেই এই বিশেষ কামরাযুক্ত ট্রেন চালু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও সেটি সম্ভব হয়নি। যদিও এবার জানা গিয়েছে যে, একটির পরিবর্তে মোট তিনটি রুটে এই সুবিধা চালু করতে চলেছে শিয়ালদহ ডিভিশন।
আরও পড়ুন: প্রবীণ নাগরিকদের একগুচ্ছ সুবিধা দিচ্ছে ভারতীয় রেল! সফর করার আগে অবশ্যই নিন জেনে
বিষয়টির পরিপ্রেক্ষিতে সম্প্রতি পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছিলেন, “এই ট্রেনে আরও আরামদায়ক সিটের পাশাপাশি কুশন, ম্যাটযুক্ত মেঝে, দেয়ালে চিত্রকর্ম এবং আরও কিছু জিনিস থাকবে।” অর্থাৎ এগুলি, সামগ্রিকভাবে যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টি আরও বৃদ্ধি করবে।
কোন কোন রুটে শুরু হতে পারে পরিষেবা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে পূর্ব নির্ধারিত শিয়ালদহ-রানাঘাট রুটের পাশাপাশি শিয়ালদহ-নৈহাটি এবং শিয়ালদহ-ব্যারাকপুর রুটে মাতৃভূমি ট্রেনে এই কামরা যোগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রথম শ্রেণির ওই কামরায় ভাড়া হবে ১১০ টাকা। পাশাপাশি, মাসিক ভাড়া হতে পারে ১,২৭০ টাকা মতো। তবে, আগামী দিনে এই ভাড়ার পরিমাণ কমতে পারে বলেও খবর মিলেছে। যদিও, কবে থেকে বিশেষ পরিষেবা শুরু হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।