আগামী দু’সপ্তাহে শেয়ার মার্কেট কাঁপাবে এই তিনটি স্টক, সুযোগ থাকতেই কিনে ফেলুন

বাংলা হান্ট ডেস্ক: আপনি কি নিয়মিত শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। সম্প্রতি নিফটি ডেইলি চার্টে লোয়ার-টপ-লোয়ার-বটম প্যাটার্ন দেখিয়েছে। 2023 সালের এপ্রিলের পর প্রথমবারের মতো এমন একটি প্যাটার্ন দেখা গেছে। এটি থেকে স্পষ্ট হয়েছে যে লাইফ-টাইম হাই-তে পৌঁছনোর পরে মার্কেটে মুনাফা হয়েছে। এদিকে, এই সপ্তাহে নিফটি “ইনসাইড উইক স্মল বডি ক্যান্ডেল” তৈরি করেছে। যেটি আবার স্বল্পমেয়াদে কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। তবে, লক্ষণীয় বিষয় হল যে, নিফটি তার 20-DMA অতিক্রম করার জন্য লড়াই চালাচ্ছে। উল্লেখ্য যে, নিফটির 20-DMA হল 19,665। এই স্তরটি অতিক্রম করার ক্ষেত্রে অসুবিধাগুলি পজিটিভ মোমেন্টামের গতির অভাব নির্দেশ করে।

এদিকে, মোমেন্টাম ইন্ডিকেটর RSI এখন নিচের দিকে অগ্রসর হচ্ছে। এটি ডেইলি চার্টে 55-এর নিচে থাকে। এছাড়াও, এটি স্বল্পমেয়াদে নিফটির জন্য দুর্বল পজিটিভ মোমেন্টামের ইঙ্গিত দেয়। নিফটির ক্ষেত্রে 19,234-এ স্ট্রং সাপোর্ট রয়েছে। এই স্তরটি ভেঙে গেলে নিফটি 18,887-তে সাপোর্ট পাবে। তবে, অদূর ভবিষ্যতে নিফটিতে সামান্য পতন হতে পারে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায়, GEPL Capital-এর AVV (টেকনিক্যাল রিসার্চ) বিদ্যান সাওয়ান্ত জানিয়েছেন যে, নিম্নলিখিত স্টকগুলিতে বাজি ধরলে তা স্বল্প মেয়াদে 13 শতাংশ পর্যন্ত লাভ দিতে পারে। চলুন, জেনে নিই এই স্টকগুলি সম্পর্কে।

   

JSW স্টিল: এই স্টক কেনার ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে। এটির শেষ ট্রেডিং মূল্য (LTP) হল 831.5 টাকা। তবে, 770 টাকায় স্টপ-লস রাখতে হবে। পাশাপাশি, এই শেয়ারের টার্গেট প্রাইস হল 940 টাকা। এই স্টকটি পরবর্তী 2-3 সপ্তাহের মধ্যে 13 শতাংশ লাভ দিতে পারে। JSW Steel-এর স্টক বর্তমানে ভালো ব্রেকআউট প্রত্যক্ষ করছে। শুধু তাই নয়, স্টকটি তার লাইফ হাইতে পৌঁছেছে। স্টকটি উইকলি চার্টে ৭৭০ টাকার স্তরে “চেঞ্জ ইন পোলারিটি” প্যাটার্নও তৈরি করেছে। যেটি হল উর্ধ্বগতির লক্ষণ। পাশাপাশি, ডেইলি চার্টে একটি কনসলিডেশন ব্রেকআউট দৃশ্যমান হয়েছে। যা এই স্টকের পজিটিভ আউটলুককে সমর্থন করে। এছাড়াও, স্টকটি তার সমস্ত গুরুত্বপূর্ণ মুভিং এভারেজের উপরে ছিল। সামগ্রিকভাবে স্টকটিতে পজেটিভ মোমেন্টাম অব্যাহত রাখার আশা বজায় রয়েছে।

আরও পড়ুন: ভারতের প্রতি ক্রমশ আস্থা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের! চলতি মাসেই হল ৪৩,৮০০ কোটির বিনিয়োগ

KPR মিল: এই স্টকেও বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এটির শেষ ট্রেডিং মূল্য হল 661.45 টাকা। এছাড়া, স্টপ-লস 630 টাকায় রাখতে হবে। এই স্টকে স্বল্প মেয়াদে 12 শতাংশ লাভ করা যায়। 2022-এর জানুয়ারি থেকে, এই স্টকটিতে পতন পরিলক্ষিত হয়। KPR মিলের শেয়ার 485-615-র মধ্যে একটি সলিড ফাউন্ডেশন তৈরি করেছে। 2023 সালের জুনের শুরুতে রেক্টাঙ্গেল প্যাটার্নটি পুনরায় পরীক্ষা করার পরে স্টকটি উর্ধ্বমুখী হয়। এটি বর্তমানে 50-দিন এবং 200-দিনের EMA-এর উপরে ট্রেড করছে। যেটি উর্ধ্বমুখী ধারা অব্যাহত রাখার লক্ষণ। MACD তার ন্যাচারাল লাইনের উপরে, মজবুত পজিশনও নির্দেশ করেছে।

আরও পড়ুন: ২৫০০ থেকে ১৫৫ টাকায় নামল আম্বানির এই শেয়ার! বিশেষজ্ঞরা বলছে লুঠে নিন

Emami: এই স্টকের শেষ ট্রেডিং মূল্য হল 514 টাকা। পাশাপাশি, 490 টাকায় স্টপ-লস রাখতে হবে। এটির টার্গেট প্রাইস 570 টাকা। আগামী 2-3 সপ্তাহের মধ্যে এই স্টকটিতে 11 শতাংশ লাভ করা যেতে পারে। Emami-র স্টক অল-টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। যেটি পাওয়ারফুল মোমেন্টামের লক্ষণ। স্টকটি তার 12-দিনের EMA-এর উপরে যাওয়ার একটি প্রবণতা দেখিয়েছে। এই বুলিশ মোমেন্টামটি মোমেন্টাম অ্যাসিলেটর MACC থেকে সমর্থন পাচ্ছে। এটি বেসলাইনের উপরে একটি ইতিবাচক ক্রসওভারও দেখিয়েছে।

These three stocks will shake the stock market in the next two weeks

বিশেষ দ্রষ্টব্য: বাংলাহান্ট-এর এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এই ওয়েবসাইট বা ম্যানেজমেন্ট এই বিষয়ের সাথে জড়িত নয়। তাই, পাঠকদের বিনিয়োগ করার আগে তাঁদের আর্থিক উপদেষ্টার সাথে অবশ্যই পরামর্শ করা উচিত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর