আগামী সপ্তাহেই শুরু পরনিন্দা পরচর্চা, কফি উইথ করনের শুভ সূচনা করবেন এই দুই নায়ক নায়িকা

বাংলাহান্ট ডেস্ক: নাটকটা বেশ ভালোই করতে পারেন করন জোহর (Karan Johar)। কিছুদিন আগেই তা ভালো মতো টের পেয়েছেন নেটিজেনরা। তাঁর চ‍্যাট শো কফি উইথ করন (Koffee With Karan) এর আগামী সিজনের ঘোষনাটা বেশ ‘হটকে’ পদ্ধতিতেই করেছেন পরিচালক। প্রথমে নাটকীয় ভঙ্গিতে কফি উইথ করন শেষ হয়ে যাওয়ার কথা বললেও তারপরেই সারপ্রাইজ দেন, OTT প্ল‍্যাটফর্মে আসবে আগামী সিজন।

নতুন খবর বলছে, আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে কফি উইথ করনের সপ্তম সিজনের শুটিং। প্রথম পর্বে অতিথি হয়ে আসতে চলেছেন রণবীর সিং (Ranveer Singh) ও আলিয়া ভাট (Alia )। গুঞ্জন শোনা গিয়েছিল, স্বামী রণবীর কাপুরকে সঙ্গে নিয়েই নতুন সিজনের সূত্রপাত করবেন করনের ‘স্টুডেন্ট’ আলিয়া।

karan johar alia bhatt
কিন্তু সূত্রের খবর বলছে, পরিকল্পনায় একটু বদল ঘটেছে। আসলে করনের পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিং করছেন রণবীর আলিয়া। তাই নিজের ছবির নায়ক নায়িকাকেই প্রথম পর্বে আনতে চলেছেন করন। রথ দেখা ও কলা বেচা দুই হয়ে যাবে একসঙ্গে। নতুন ছবির প্রচারের পাশাপাশি আলিয়ার বিয়ের গল্প এবং তাঁর হলিউড ডেবিউয়ের ব‍্যাপারেও তথ‍্য পাওয়া যাবে বলেই খবর। আগামী ১০ মে থেকেই শুট শুরু হয়ে যাবে বলে খবর।

গত বুধবার হঠাৎ করেই সকলকে চমকে পরিচালক প্রযোজক ঘোষনা করেন, তাঁর সঞ্চালিত টেলিভিশন শোয়ের সফর ইতিমধ‍্যেই শেষ। এর কয়েক ঘন্টা পরেই আরেকটি বিবৃতি। সেখানে তিনি জানান, টিভিতে ফিরবে না কফি উইথ করন। তবে OTT প্ল‍্যাটফর্মে তো ফিরতে পারে।

গোটা বিশ্বের বিনোদন জগৎ যখন OTT নির্ভর হচ্ছে তখন করনও ঝুঁকেছেন সেদিকে। তাঁর ঘোষনা, ‘কফি উইথ করনের ৭ তম সিজন শুধুমাত্র ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচারিত হবে। সমগ্র ভারতের খ‍্যাতনামা তারকারা কাউচে ফিরবেন, কফি খেতে খেতে সিক্রেট ফাঁস করার জন‍্য। খেলা থাকবে, গুঞ্জনের অবসান হবে এবং গভীর আলোচনা থাকবে ভালবাসা, ক্ষতি আর গত কয়েক বছর আমরা যা সব প্রত‍্যক্ষ‍ করেছি তা নিয়ে।’

Niranjana Nag

সম্পর্কিত খবর