কিং এর কামব‍্যাক বলে কথা! ‘পাঠান’ মুক্তির তারিখ ঘোষনা করেই বাকিদের ভাতে মারলেন শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: ফিরছেন শাহরুখ খান (Shahrukh Khan)। মঙ্গলবার থেকে এই খবরেই তুলকালাম সিনেপাড়া তথা নেটপাড়ায়। ‘পাঠান’ (Pathan) রূপে যে অভিনেতা ফিরছেন তা তো অনেকদিন আগেই জানা গিয়েছিল। গত দু বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শাহরুখ ভক্তরা, কবে আসবে সেই মাহেন্দ্রক্ষণ!

অবশেষে মঙ্গলবার, ২ রা মার্চ মুখ তুলে চাইলেন বাদশা। আগামী বছর ২৫ জানুয়ারি পর্দায় ফিরবেন তিনি। আর ফিরবেনও কিং খানের মতোই। অন্তত টিজারে তো তেমনি আভাস মিলল। দেশপ্রেম উসকে দিয়ে ঠিক প্রজাতন্ত্র দিবসের আগের দিনটাই নিজের ছবির জন‍্য বুক করে নিলেন শাহরুখ। ফলাফল, বক্স অফিস ওলটপালট!

pathan a
মঙ্গলবার টিজার প্রকাশ‍্যে এসেছে ‘পাঠান’ এর। ইতিমধ‍্যেই ভাইরাল সে টিজার। অপেক্ষা এখনো প্রায় এক বছরের। কিন্তু শাহরুখের এই ঘোষনা বক্স অফিসে বদলে দিয়েছে অনেক কিছুই। মনে করা হচ্ছে একাধিক বড় বাজেটের ছবির মুক্তির তারিখ বদলে যেতে পারে ‘পাঠান’ এর জন‍্য।

এই তালিকায় প্রথমেই আসছে দীপিকা পাডুকোন ও হৃতিক রোশন জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ফাইটার’। গত বছরেই ঘোষনা হয়ে গিয়েছিল এই ছবির। জানা যাচ্ছে, ফাইটার ছবিটিই হতে চলেছে এখনো পর্যন্ত বলিউডের সবথেকে বেশি বাজেটের অ্যাকশন ছবি। ২৫০ কোটি টাকা বাজেট হতে চলেছে এই ছবির। এক বিমান চালকের চরিত্রে দেখা যেতে চলেছে হৃতিককে।

এখন সমস‍্যাটা হচ্ছে ফাইটারের মুখ‍্য চরিত্রে থাকা দীপিকা রয়েছেন ‘পাঠান’এও। উপরন্তু দুটি ছবির পরিচালকই সিদ্ধার্থ আনন্দ। ফাইটারের মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২৫ জানুয়ারি। এমতাবস্থায় পাঠানের জন‍্য ব‍্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইটারের। তাই মনে করা হচ্ছে, সম্ভবত এবার মুক্তির তারিখ বদলে যেতে পারে এই ছবির।

একা ফাইটার নয়, ২০২৩ এর ২৬ জানুয়ারি মুক্তি পেতে চলেছে জন আব্রাহামের ‘তেহরান’। এদিকে তিনিও ‘পাঠান’এ অভিনয় করেছেন। নিজের দুটি ছবির মধ‍্যে সংঘর্ষ নিশ্চয়ই চাইবেন না জন। তাই শেষে এই ছবির মুক্তির তারিখও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর