টিম ইন্ডিয়াতে আর চান্স পাবেন না ভারতের এই ২ তারকা খেলোয়াড়! শীঘ্রই নিতে পারেন অবসর

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে হতে চলা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতীয় দল (India National Cricket Team) ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে পরে। এদিকে, এই দল ঘোষণার পরেই একটা সময়ে ভারতের টেস্ট টিমের অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচিত দুই তারকা খেলোয়াড়ের আন্তর্জাতিক কেরিয়ার রীতিমতো সমাপ্ত হতে বসেছে। এমনকি, শীঘ্রই তাঁরা অবসরের ঘোষণাও করতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

টিম ইন্ডিয়াতে (India National Cricket Team) আর চান্স পাবেন না ভারতের এই ২ তারকা খেলোয়াড়?

চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের কেরিয়ার নিয়ে উঠছে: জানিয়ে রাখি যে, দলীপ ট্রফির জন্য BCCI যখন চারটি দল বেছে নিয়েছিল, তখন সেই দলে অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার নাম ছিল না। এরপর থেকেই এই দুই তারকা প্লেয়ারকে ঘিরে নিয়ে জল্পনা শুরু হয়। এমনিতেই, ভারতীয় দলে প্রায় ১৫ জন খেলোয়াড় বাছাই করা হয়। তবে দলীপ ট্রফির জন্য প্রায় ৫০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছিল। এমতাবস্থায়, যদি কোনও খেলোয়াড় ভারতের টপ ৫০-তে জায়গা না করতে পারেন সেক্ষেত্রে ভারতীয় দলে (India National Cricket Team) তাঁদের প্রবেশ প্রায় অসম্ভব বলে ধরে নেওয়া যায়। যদিও, এটা আশা ছিল বাংলাদেশের বিরুদ্ধে হয়তো খেলতে দেখা যেতে পারে অজিঙ্ক রাহানে ও পূজারাকে।

These two players of will not get a chance in India National Cricket Team.

হঠাৎ করেই হয় দল ঘোষণা: প্রসঙ্গত উল্লেখ্য যে, BCCI-র নির্বাচক কমিটির তরফে সোমবার দল (India National Cricket Team) ঘোষণা করার সম্ভাবনা থাকলেও দলীপ ট্রফির প্রথম ম্যাচ শেষ হতে না হতেই গত রবিবার সন্ধ্যায় দল ঘোষণা করা হয়। যেখানে অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারা স্থান পাননি। বরং, মিডল অর্ডারের জন্য শুভমান গিল, সরফরাজ খান এবং কেএল রাহুলের মতো খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে। তার মানে এখন টিম ইন্ডিয়াতে পূজারা ও রাহানের ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য ঘোষণা হল ভারতীয় দল, কেমন হবে প্লেয়িং ইলেভেন?

ODI ও T20 থেকেও বাদ পড়েছেন পূজারা-রাহানে: জানিয়ে রাখি যে, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের প্রসঙ্গে একটি বিশেষ বিষয় হল এই দুই খেলোয়াড় আর ভারতের (India National Cricket Team) হয়ে T20 এবং ODI ম্যাচ খেলেন না। অর্থাৎ, এই খেলোয়াড়রা শুধুমাত্র টেস্ট ম্যাচেই খেলেন। এমতাবস্থায়, তাঁদের যদি টেস্ট ম্যাচে সুযোগ না দেওয়া হয় সেক্ষেত্রে তাঁদের আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ বলেই মনে করছেন অনুরাগীরা। এদিকে, নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার এই দুই খেলোয়াড়ের সাথে কথা বলেছেন কি না তা এখনই বলা মুশকিল। যদিও, সম্ভবত পূজারা এবং রাহানে শীঘ্রই অবসরের ঘোষণা করতে পারেন। তবে, শেষ পর্যন্ত তাঁরা কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: আম্বানি নয়, বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হতে চলেছেন গৌতম আদানি, প্রথম স্থানে কে?

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), আর অশ্বিন, আর জাদেজা, অক্ষর প্যাটেল , কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর