বছর শেষেও ফার্স্টগার্ল ‘মিঠাই’রাণী, নিজের খুনিদের ধরিয়ে ‘খুকুমণি’কে হারালো ‘যমুনা ঢাকি’

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের শুরুতেই জি বাংলায় পথচলা শুরু করেছিল ‘মিঠাই’ (mithai)। বছর প্রায় শেষের মুখে। ২০২১ এর বেশিরভাগটা জুড়েই সেরা টিআরপির তালিকায় রাজত্ব করে গেল ‘মিঠাই’। বছর শেষের দু সপ্তাহ আগে পর্যন্ত বাঙালি মনে মিঠাই ম‍্যাজিক অব‍্যাহত। হ‍্যাঁ, ঠিকই ধরেছেন! এ সপ্তাহেও সেরার সেরা মিঠাইরাণীই।

বৃহস্পতিবার মানেই সাপ্তাহিক ফলাফল ঘোষনার পালা। প্রথম স্থানে রেকর্ড গড়ে ‘মিঠাই’‌  মোদক পরিবারের পিকনিকে হুল্লোড় আর ডিসেম্বরের শীতে মিঠাই সিডের নতুন নতুন শুরু হওয়া রোম‍্যান্সে বুঁদ হয়ে রয়েছে দর্শকরা। এই নিয়ে একটানা ৩৭ সপ্তাহ ধরে বাংলা সেরা মিঠাই। এক বছর পূর্ণ করার পরপরই চলতি সপ্তাহে তার ঝুলিতে ঢুকেছে ১১.১ পয়েন্ট।

   

mITHAI fi
দ্বিতীয় স্থানে এবার বড়সড় অদল বদল হয়েছে। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও জায়গা ধরে রেখেছে জি এর ‘উমা’ আর ‘যমুনা ঢাকি’। দুই সিরিয়ালেই এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। অভিমন‍্যু জেনে গিয়েছে যে আলিয়ার বদলে উমাই মাঠে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিল। এদিকে অভির মেজকা উমাকে জানান, তার বাবাকে হয়তো পরিকল্পনা করে খুন করা হয়েছিল।

অপর দিকে দীর্ঘ পরিকল্পনার পর সঙ্গীতের দ্বিতীয় বিয়ের দিনই নিজের খুনিদের ধরিয়ে দিয়েছে যমুনা ঢাকি। আর্যা ও তাথৈ যে ষড়যন্ত্র করে তাকে খুন করতে চেয়েছিল তা ফাঁস করে দিয়েছে জ‍্যোতি সেন ওরফে যমুনা। চরম উত্তেজনার উপর ভর করে এ সপ্তাহে দুই সিরিয়াল পেয়েছে ৯.৫ পয়েন্ট করে। এদিকে এই দুই সিরিয়ালের চাপে একটু নম্বর কমেছে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’র। ৯.১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে জায়গা হয়েছে তার।

1079726 h 6ba7452149b1
চতুর্থ স্থান নিজেদের দখলে রেখেছে জি বাংলা। এই স্থানে পাশাপাশি জায়গা করে নিয়েছে অপরাজিতা অপু ও সর্বজয়া। অনেক লড়াই করার পর বিডিও হয়েছে অপু। আর স্বামীর ব‍্যবসা বাঁচাতে নিজের পরিবারের বিরুদ্ধে লড়াই জারি রয়েছে সর্বজয়ার। দুই সিরিয়ালই পেয়েছে ৮ নম্বর।

পঞ্চম স্থানে ঋষি পিহুর রোম‍্যান্সে ভর করে উঠে এসেছে সৃটার জলসার ‘মন ফাগুন’। তবে শেষ মুহূর্তে এসে সেরা দশের লড়াই থেকে ছিটকে গিয়েছে ‘শ্রীময়ী’। ৬.৬ নম্বর নিয়ে দ্বাদশ স্থানে জায়গা হয়েছে স্টারের এই সিরিয়ালের।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ১১.১ (প্রথম)
উমা, যমুনা ঢাকি- ৯.৫ (দ্বিতীয়)
খুকুমণি হোম ডেলিভারি- ৯.১  (তৃতীয়)
সর্বজয়া, অপরাজিতা অপু- ৮.০ (চতুর্থ)
মন ফাগুন- ৭.৯ (পঞ্চম)
ধুলোকণা, আয় তবে সহচরী- ৭.৬ (ষষ্ঠ)
খেলাঘর- ৭.৫ (সপ্তম)
করুণাময়ী রাণী রাসমণি- ৭.২ (অষ্টম)
গঙ্গারাম- ৭.১ (নবম)
কৃষ্ণকলি-  ৬.৮ (দশম)

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর