বাংলাহান্ট ডেস্ক: স্কুলজীবনে ‘তোমার জীবনের লক্ষ্য’ রচনা লিখলে হলে অনেকেই লিখেছেন, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া বা শিক্ষক হওয়া। সফল এবং জনপ্রিয় পেশা হিসাবে এগুলোই ছিল পছন্দের তালিকার শীর্ষে। কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদল এসেছে মানুষের পছন্দে। এখন দৈনন্দিন জীবনের অধিকাংশটাই জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media)। তাই সেই সংক্রান্ত পেশার চাহিদা বাড়ছে।
জনপ্রিয়তা বাড়ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। পাশাপাশি আরো একটি পেশা মাথাচাড়া দিয়ে উঠছে। সেটা হল ইউটিউবার (YouTuber)। ইউটিউব (YouTube) প্ল্যাটফর্মে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছেন ইউটিউবাররা যারা বিভিন্ন ধরণের ভিডিও পোস্ট করে মানুষকে বিনোদন দিচ্ছেন বা জরুরি তথ্যও দিচ্ছেন। সবথেকে বড় ব্যাপার, শুধুমাত্র ভিডিও পোস্ট করেই তাঁদের যা আয় তা চমকে দেবে। বছরে কোটি কোটি (Crore) টাকা উপার্জন করেন এই ইউটিউবাররা-
ক্যারিমিনাতি– ইউটিউব কমিউনিটির রাঘব বোয়ালদের মধ্যে অন্যতম তিনি। ক্যারিমিনাতি নামে জনপ্রিয় হলেও তাঁর আসল নাম অজেয় নগর। সূত্রের খবর মানলে, ইনিই দেশের সবথেকে ধনী ইউটিউবার। ৩.৮২ কোটি সাবস্ক্রাইবার রয়েছে তাঁর ইউটিউব চ্যানেলে। ইউটিউবে বিজ্ঞাপন থেকেই তাঁর মাসিক আয় প্রায় ২০ লক্ষ টাকা। এছারাও রয়েছে নানান স্পনসর। সেখান থেকে আরো ২৫ লক্ষ টাকা রোজগার করেন তিনি। সব মিলিয়ে ক্যারিমিনাতির মাসিক আয় আনুমানিক ৬০-৭০ লক্ষ টাকা আর সম্পত্তির পরিমাণ প্রায় ৭০-৮০ কোটি টাকা।
বিবি কি ভাইনস– সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অথচ ভুবন বামকে চেনেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া কঠিন। বিবি কি ভাইনস চ্যানেলটি তাঁরই। একা হাতে একাধিক চরিত্র নিয়ে নিজস্ব ইউনিভার্স গড়ে তুলেছেন তিনি। তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ২.৬ কোটি। পাশাপাশি তিনি গান লেখেন, নিজে গান এবং অভিনয়ও করেন। আয়ের দিক দিয়ে ক্যারিমিনাতির পরেই রয়েছেন ভুবন। মাসে প্রায় ২৫ লক্ষ টাকা আয় করেন তিনি। বছরে তাঁর রোজগার আনুমানিক ৩-৪ কোটি টাকা। প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক ভুবন বাম।
রণবীর আল্লাবাদিয়া– ইউটিউব চ্যানেলে ৪৯.৬ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। বিয়ার বাইসেপস নামে আরো একটি চ্যানেল রয়েছে তাঁর। বিভিন্ন ধরণের শরীরচর্চা এবং সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন তিনি। আনুমানিক ৩৫ লক্ষ টাকা রোজগার করেন তিনি মাসে। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫৮ কোটি টাকা।
কুশা কপিলা– মহিলা ইউটিউবারদের মধ্যে কুশার জনপ্রিয়তা লক্ষণীয়। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৮.৭৭ লক্ষ। তাঁর ‘সাউথ ডেলহি গার্লস’ ভিডিওগুলি ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর অনুযায়ী, কুশার সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।
মোস্টলিসেন– এই নামেই ইউটিউব চ্যানেল রয়েছে প্রাজক্তা কোলির। মোট ৬৮.৭ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। মূলত হাসির ভিডিওই শেয়ার করেন তিনি। ইউটিউব থেকে এখন অভিনয়েও পা রেখেছেন তিনি। সেখানেও পেয়েছেন জনপ্রিয়তা। তাঁর মাসিক আয় আনুমানিক ৪০ লক্ষ টাকা। প্রায় ১৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর।
দ্য বং গাই– এবার আসা যাক বাঙালি ইউটিউবার কমিউনিটিতে। আর এই প্রসঙ্গটা উঠলে কিরণ দত্তর কথা উঠবে না তা কি হয়? ৩৮ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে তিনিই বাঙালি ইউটিউবারদের পথপ্রদর্শক বলা চলে। দীর্ঘদিন ধরে ইউটিউবে রয়েছেন তিনি। মজার ভিডিও বানাতে তাঁর জুড়ি মেলা ভার। ইউটিউব থেকে আয়ের বিষয়টা নিজের মুখেই দাদাগিরিতে বলেছিলেন তিনি। জানিয়েছিলেন, পাশ করা ইঞ্জিনিয়াররা যত টাকা আয় করে তার থেকে প্রায় ৬-৭ গুণ বেশি রোজগার করেন তিনি। সূত্রের খবর মানলে, সংখ্যাটা মাসে প্রায় ১০ লক্ষ টাকা।
ওয়ান্ডার মুন্না– জনপ্রিয়তার দিক দিয়ে ওয়ান্ডার মুন্নার নাম আসে তালিকার শুরুর দিকেই। মোট ২৪.২ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। এই নামেই চ্যানেল রয়েছে ইন্দ্রাণী বিশ্বাসের। শোনা যায়, ইউটিউব থেকে আনুমানিক ৮-৯ লক্ষ টাকা আয় করেন তিনি মাসে।