তারা মাই হলেন সমস্ত শক্তির উৎস, দুর্বলকে ভরসা দেন তিনি

বাংলাহান্ট ডেস্কঃ তারাপীঠ (Tarapith) সব মানুষের কাছেই এক সাধনার জায়গা। বহু মানুষ এখানে সাধনার জন্য আসেন। মায়ের কাছে পুজো দিয়ে পূন্যার্জনের উদ্দ্যেশ্যে বহু ভক্ত ( প্রতিদিন তারাপীঠে আসেন। তারা মাই পারেন সকলের দুঃখ দূর করে দিতে, সকলকে শক্তি দিতে- এমনটা মনে করেন অনেকে। হিন্দুদের এক পবিত্র তীর্থস্থান হিসাবে এটি পরিচিত।

tarpith 3333 1

 

সাধক বামাক্ষ্যাপা (Bamakhepa) ছিলেন কালী মায়ের সাধক। তাঁর দুর্বল সময়ে মা তারা তাঁকে অনেক শক্তি জুগিয়ে তাঁর পাশে ছিলেন। সেই থেকে দুর্বল সময়ে একমাত্র ভরসা তারা মা। বিপদে আপদে তাই সবাই তারা মায়ের শরণাপন্ন হন। কোন কারণে দুঃখ পেলে, কষ্ট পেলে মানুষের সহজে চোখ খোলে না। অনেক বিপদ কাটিয়ে যখন তাঁদের চোখ খোলে, তখন তাঁরা বিপদ মুক্ত হতে মায়ের শরণাগত হন।

Maa Tara Temple

 

ভক্তি ভরে মাকে ডাকলে, তারা মা তাঁর সব ভক্তদেরই মুক্তির উপায় বলে দেন। সংসারের সব দুঃখ কষ্ট দূর করেন তারা মা। মা তারা কখনই তাঁর শক্তিকে হেরে যেতে দেন না। সমস্ত শক্তির উৎস তিনি। তাই তারাপীঠ সকলের কাছেই এক সাধনার স্থান। যখন সংসারের মা, বাবা, ভাই, বোন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন তারা মা তাঁকে আশ্রয় দেয়। তারা মা তাঁকে শক্তি যোগায়। জীবনে আবার নতুন করে উঠে দাঁড়াতে সহায়তা করে। হেরে যাওয়ার পরেও জীবনে ভালো কিছু করার ইচ্ছাকে জাগিয়ে তোলে।

 

তাই তারাপীঠকে সকলেই পবিত্রভূমি বলে মনে করে। তারা মায়ের সাধকেরা তাই মায়ের আরাধনায় নিজেদের নিয়োজিত রাখে।

Smita Hari

সম্পর্কিত খবর