বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর নির্মাণে জমি না দেওয়ার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, আমি কী মানুষের বাড়িতে বুলডোজার চালিয়ে দেব নাকি?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘কলকাতায় আরেকটি বিমানবন্দর তৈরি করতে ১ হাজার একর জমি দরকার। আমি কি বিদ্যমান বাড়িগুলোতে বুলডোজার চালিয়ে দেব নাকি? আমরা মানুষকে উচ্ছেদ করতে পারি না। মন্ত্রীর এই নিয়ে রাজনীতি করা উচিৎ না। আমি তাদের মত নই যারা কৃষককে হত্যা করেছে।’
They need 1000 acres of land for another airport in Kolkata. Can I bulldoze existing houses? We can't just evict people. The minister (aviation) shouldn't do politics.I'm not like them who killed farmers:WB CM Banerjee on Centre saying that WB govt not giving land for 2nd airport pic.twitter.com/dfQLZKT11y
— ANI (@ANI) February 7, 2022
উল্লেখ্য, কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রবিবার বলেছিলেন যে, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যার মধ্যে কলকাতার জন্য একটি দ্বিতীয় বিমানবন্দর নির্মাণও রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনও জমি উপলব্ধ করতে পারেনি।
সিন্ধিয়া বলেছেন যে, তিনি ছয় মাস ধরে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার দাবি করছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া নেই। মন্ত্রী বলেছেন, যেহেতু কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি নিজের ক্ষমতায় পৌঁছেছে, তাই তিনি দ্বিতীয় বিমানবন্দর স্থাপনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে চান।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা