মহিলাদের অন্তর্বাস চুরি করাই ছিল কাজ! হাতেনাতে ধরা পড়তেই চোরকে শুঁটিয়ে লাল করল জনতা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি তুমুল চাঞ্চল্যকর ঘটনার প্রসঙ্গ সামনে এল গুজরাটের (Gujarat) আহমেদাবাদ থেকে। জানা গিয়েছে সেখানে মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনা ঘটেছে। মূলত, একটি গ্রামীণ এলাকায় মহিলাদের অন্তর্বাস শুকনোর জন্য রাখা থাকলেই সেগুলি গায়েব হয়ে যাচ্ছিল। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ধন্ধুকা তালুকের পাছাম গ্রামে গত ২৭ জুন, ৩০ বছর বয়সী এক মহিলা তাঁর ৩১ বছর বয়সী প্রতিবেশীর বিরুদ্ধে আট মাস ধরে তাঁর অন্তর্বাস চুরি করার অভিযোগ তোলেন।

এইভাবেই প্রকাশ্যে আসে অন্তর্বাস চুরির ঘটনা: এদিকে, এই প্রসঙ্গে ধন্ধুকা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ওই মহিলা তাঁর অন্তর্বাস শুকনোর পরে ক্রমাগত সেগুলি হারিয়ে যেতে দেখে অবাক হয়েছিলেন।” এমতাবস্থায়, কে বা কারা সেগুলি চুরি করছে তা হাতেনাতে ধরার জন্য তিনি মোবাইলে একটি স্টিং অপারেশন চালান। এরপর অবশেষে ওই ফুটেজ থেকে বেরিয়ে আসে আসল সত্য।”

মূলত, গত ২৬ জুন ওই ফুটেজে মহিলাটি দেখতে পান যে তাঁরই প্রতিবেশী প্রকাশ্যে তাঁর অন্তর্বাস চুরি করছে। এদিকে, পুলিশ আধিকারিক আরও বলেন, “পরের দিন মহিলাটি গোপনে ওই প্রতিবেশীর উপর নজর রাখেন এবং অন্তর্বাস চুরি করার পর তাকে অনুসরণ করে চুরি যাওয়া অন্তর্বাসটি খুঁজে পান।”

শুরু হয় বচসা: এমতাবস্থায়, ওই মহিলা অভিযুক্তের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এমনকি, ওই অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে মহিলাটির শ্লীলতাহানি ও তাঁকে মারধর শুরু করে বলেও অভিযোগ ওঠে। শেষমেশ তাঁর চিৎকারে মহিলার পরিবারের লোকজন লাঠিসোঁটা ও লোহার পাইপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। শুধু তাই নয়, অভিযুক্ত প্রতিবেশী এবং তার আত্মীয়দের ওপর হামলা চালায় ওই মহিলার পরিবারের সদস্যরা। অভিযুক্তের আত্মীয়রাও পাল্টা জবাব দেয় বলেও জানান ওই পুলিশ আধিকারিক।

whatsapp image 2023 07 02 at 9.31.46 pm

১০ জন আহত, ২০ জন হয়েছেন গ্রেফতার: এদিকে, এই সমগ্ৰ ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্সপেক্টর পিএন জিনজুভাদিয়া জানিয়েছেন যে, ওই বচসায় ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি, উভয়পক্ষের মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, হট্টগোল এবং ক্ষতি করার জন্য মহিলার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশ একটি এফআইআরও নথিভুক্ত করেছে। এর পাশাপাশি, অভিযুক্ত প্রতিবেশী এবং তাঁর ন’জন আত্মীয়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর