ফিল্মি কায়দায় চুরি “Apple Store”-এ! ৪ কোটি টাকার iPhone নিয়ে উধাও চোরেরা, চক্ষু চড়কগাছ পুলিশেরও

বাংলা হান্ট ডেস্ক: হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ “Money Heist” দেখেননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল। যেখানে দেখানো হয়েছিল কিভাবে প্রোফেসর চুরির জন্য দুর্ধর্ষ পরিকল্পনা তৈরি করতেন এবং তার ভিত্তিতে কোটি কোটি টাকা চুরি করা হত। সম্প্রতি ঘটা একটি ঘটনায় এবার এই জনপ্রিয় ওয়েব সিরিজের প্রসঙ্গই ফের উঠে আসছে।

মূলত, এবার Apple Store-এ একটি দুঃসাহসিক চুরির ঘটনা সামনে এসেছে। যেখানে চোরেরা আমেরিকায় স্থিত একটি Apple Store-কে “টার্গেট” করে ৪৩৬ টি iPhone নিয়ে উধাও হয়েছে। এদিকে, চুরি যাওয়া iPhone-গুলির মোট দাম হল প্রায় ৪.১০ কোটি টাকা।

এইভাবে ঘটেছে চুরির ঘটনা: সিয়াটলের একটি স্থানীয় নিউজ চ্যানেল কিং 5 নিউজের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, চোরেরা সিয়াটল কফি গিয়ারে প্রবেশ করে Apple Store-এর পেছনের ঘরে প্রবেশের জন্য বাথরুমের দেওয়ালে একটি গর্ত তৈরি করে। মূলত, চোরেরা কাছাকাছি থাকা একটি কফি শপকে ব্যবহার করেই Apple Store-এর নিরাপত্তা ব্যবস্থাকে “ফাঁকি” দিয়ে ৪৩৬ টি iPhone চুরি করে।

খেয়াল করেননি ম্যানেজার: এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে Apple-এর রিটেল ও রিজিওনাল ম্যানেজার এরিক মার্কস জানিয়েছেন যে, ঘটনার পর সকালের দিকে তিনি একটি ফোন পেয়েছিলেন। কিন্তু বিশ্বাস করতে পারেননি যে এটি সত্যিই ঘটেছে। পাশাপাশি, তিনি আরও জানান, “আমি কখনও সন্দেহ করিনি যে চোররা দোকানের আশেপাশে ছিল! চোররা কিভাবে মলের লেআউটে প্রবেশ করেছে তা সত্যিই ভাবনার বাইরে রয়েছে।”

whatsapp image 2023 04 22 at 6.09.24 pm

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন কফি শপের মালিক: এদিকে, ওই কফি শপের CEO মাইক অ্যাটকিনসন বাথরুমে চোরদের তৈরি সুড়ঙ্গের ছবি সহ টুইটারে ঘটনাটি সম্পর্কে পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে, দু’জন লোক Apple Store-এ প্রবেশের জন্য বাথরুমের দেওয়ালে একটি ছিদ্র করে এবং ৫,০০,০০০ ডলার মূল্যের iPhone চুরি করতে সক্ষম হয়। এমতাবস্থায়, ওই কফি শপকে তাদের তালা প্রতিস্থাপন করতে প্রায় ৯০০ ডলার এবং বাথরুমটি মেরামত করতে ৬০০ থেকে ৮০০ ডলার খরচ করতে হয়েছে। আপাতত পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর