কোম্পানির কর্মী সেজে আস্ত মোবাইল টাওয়ার চুরি করল চোররা! অবিশ্বাস্য কান্ড বিহারে

বাংলা হান্ট ডেস্ক: যত কান্ড বিহারে (Bihar)! এমনিতেই প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় নানান চুরির ঘটনা উঠে আসে খবরের শিরোনামে। এমনকি, যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে এহেন ঘটনা। তবে, বিহারে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলি রীতিমতো সব রেকর্ড ভেঙে দেবে। কয়েকদিন আগেই সেখানে লোহার সেতু এবং রেল ইঞ্জিন চুরির ঘটনা সামনে এসেছিল। যা জানার পর হুঁশ উড়ে গিয়েছিল সকলের।

তবে, এবার আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারে। জানা গিয়েছে, এবার সেখানে আস্ত মোবাইল টাওয়ারকেই উধাও করে দিয়েছে চোরেরা। মূলত, বিহারের রাজধানী পাটনার পীরবাহর থানা এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে একটি বাড়ির ছাদে থাকা মোবাইল টাওয়ারকে দিনের আলোতেই অভিনবভাবে চুরি করে ফেলে চোরেরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই টাওয়ারটি ২০০৬ সালে স্থাপন করা হয়েছিল। তারপর সেটি এয়ারসেল টেলিকম কোম্পানির আওতায় আসে। পরবর্তীকালে জিটিএল কোম্পানি টাওয়ারটি কিনে নেয়।

এদিকে, এহেন চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ির মালিক বিষয়টি টের পেয়েই অবাক হয়ে যান। তারপর তিনি খবর দেন জিটিএল কোম্পানিকেও। কোম্পানির ম্যানেজার পীরবাহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এমতাবস্থায়, পুলিশ সমগ্ৰ বিষয়টির তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য যে, চোররা নিজেদের জিটিএল কোম্পানির কর্মচারী পরিচয় দিয়ে ওই বাড়িতে ঢুকেছিল। শুধু তাই নয়, চোরেরা বাড়ির মালিককে জানায়, ক্রমাগত লোকসানের কারণে কোম্পানি মোবাইল টাওয়ার অপসারণের সিদ্ধান্ত নেওয়ায় তাদের পাঠিয়েছে। এরপরই তারা বাড়ির ছাদে গিয়ে ঘন্টা চারেকের মধ্যে মোবাইল টাওয়ারটিকে খুলে ফেলে। জানা গিয়েছে, ওই টাওয়ারটির মূল্য ছিল ৮ লক্ষ ৩২ হাজার টাকা।

20 01 2023 mobile tower theft patna 23302510কয়েক মাস পরে সামনে আসে চুরির ঘটনা: জানা গিয়েছে, চার মাস আগে এই চুরির ঘটনাটি ঘটে। মূলত, কোম্পানির আধিকারিকরা টাওয়ার পরিদর্শনে এলেই বিষয়টি সামনে আসে। এরপর সংশ্লিষ্ট থানায় টাওয়ার চুরির মামলা দায়ের করে সংস্থাটি। এমতাবস্থায়, পুলিশ ওই স্থানের আশেপাশে থাকা সিসিটিভির সাহায্য নিয়ে চোরদের ধরার চেষ্টা করছে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর