লকডাউন তোলার আগে বারবার ভাবুন, আবার যেন তাতেই ফিরতে না হয়-WHO

বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয় দফার লকডাউন চলছে ভারতে। বিশ্বের বহু দেশই লকডাউন শিথিল করে ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জীবনে। কিন্তু লকডাউন তোলার কথা যেসব দেশে ভাবা হচ্ছে, তাদের সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস (Adhanom Ghebreyesas) । বললেন, এই সময় সতর্ক না হলে করোনার প্রাবল্য বাড়ার সম্ভাবনা বেশি। পরিস্থিতি যেন এমন না দাঁড়ায়, যে আবার ফিরতে হল লকডাউনে। তাই ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ তাঁর।

lockdown 2

হু-র মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান জানিয়েছেন, ‘দ্রুত লকডাউন তুলে নিয়ে ভাইরাস আবার প্রভাব বিস্তার করতে পারে।’ বিশ্বের বিভিন্ন দেশেই গত কয়েক সপ্তাহ ধরে চলছে লকডাউন। এর জেরে অর্থনীতি বড়সড় ধাক্কা খেয়েছে। বেকারত্ব বেড়েছে। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মানুষ। লকডাউন শিথিল না করলে অর্থনীতি মুখ থুবরে পড়বে, এই আশঙ্কাতেই ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রকে ছাড় দিতে শুরু করেছে সরকার।

coronavirus testing everlywell

তবে পরিস্থিতি আরও সঙ্কটময় হয়ে উঠতেই পারে, যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়। লকডাউন উঠে গেলে সামাজিক দূরত্বের বিধি নিষেধ কতটা মানা হবে, তা চিন্তার বিষয়। জার্মানি, আমেরিকা, স্পেন লকডাউন শিথিল করতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তো ঘোষণা করেই দিয়েছেন, তাঁর প্রশাসন এখন দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই মন দিচ্ছে। এমন পরিস্থিতিতে হু (WHO) আধিকারিক মাইক রায়ানের মত, আগুন যখন ছড়াচ্ছে, তখন ভিন্ন মত পোষণ না করাই ভাল।

সম্পর্কিত খবর